রাবিতে যৌন হয়রানির প্রতিবাদে আলোর মিছিল


রাশেদ রাজন | Published: 2017-12-04 15:12:42 BdST | Updated: 2024-05-20 21:27:06 BdST

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) যৌন হয়রানির প্রতিবাদে ইউএন উইমেনের সহযোগীতায় এবং শিক্ষার্থীদের উদ্যোগে আলোর মিছিল অনুষ্ঠিত হয়েছে। আলোর মিছিলটি রোববার (০৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে রবীন্দ্র ভবণের সামনে থেকে শুরু হয়। এরপর কেন্দ্রিয় শহীদ মিনার ও ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে মিলিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সারা বিশ্ব তথা বাংলাদেশ কিংবা রাজশাহী বিশ্ববিদ্যাল ক্যাম্পাসের দিকে তাকালে মনে হয় গুম, খুন, হত্যা, অথবা যৌন হয়রানির সংবাদ যেন, নিত্তনতুন ব্যাপার হয়ে দাড়িয়েছে, সাধারণ মানুষের কাছে। প্রতিনিয়তই বাড়ছে এরকম জঘন্যতম অপরাধের সংখ্য। অপরাধীরা, অপরাধ পরিচালনার কৌশল পাল্টেছেন।

আলোর মিছিলে অংশগ্রহণকারী, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট সহযোগী অধ্যাপক ড. আক্তার বানু এবং এডভোকেট দিলসেটারা সুনি বলেন, যৌন হয়রানি প্রতিরোধ করতে সবাইকে এক সাথে কাজ করতে হবে বলে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে প্রশাসনের কাছে বিশ্ববিদ্যালয় যৌন হয়রানি সেলকে শক্তিশালী করার আহ্বান জানান।

ইউএন উইমেন অনুষ্ঠান কর্তৃপক্ষ মাহতাবুল হাকিম বলেন, শুধু মিছিল কিংবা সভা-সেমিনার দিয়ে এই ধরণের অপরাধ কমানো সম্ভম নয় এর জন্য প্রয়োজন পরিবারিক শিক্ষা। সেই সাথে মানসিকতার পরিবর্তন আনতে হবে।

যৌন হয়রানি প্রতিবাদে আলোর মিছিল শেষে যৌন হয়রানি সচেতনোতা মুলক রবীন্দ্র ভবণের সামনে দুটি সল্প দৈর্ঘ্য চলচিত্র প্রদর্শিত হয়। এতে বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগের ৩ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

টিআর/ ০৪ ডিসেম্বর ২০১৭