রাবির ভর্তি পরীক্ষায় আপত্তিকর প্রশ্ন, দুই শিক্ষককে শাস্তি


রাবি টাইমস | Published: 2017-12-07 15:47:24 BdST | Updated: 2024-05-20 19:52:13 BdST

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চারুকলা অনুষদের প্রশ্নপত্রে আপত্তিকর প্রশ্ন রাখার অভিযোগে দুই শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

বুধবার (৬ ডিসেম্বর) রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৪৭৪তম সিন্ডেকেট সভায় চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোস্তাফিজুর রহমান ও প্রশ্নপত্র প্রণয়ন কমিটির সদস্য জিল্লুর রহমান টিটনকে পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম থেকে ১০ বছরের জন্য অব্যাহিত দেয়া হয়েছে।

সিন্ডিকেট সূত্র জানায়, পরীক্ষা কার্যক্রম থেকে অব্যাহতির পাশাপাশি মোস্তাফিজুর রহমানের ডিন পদ বাতিল এবং জিল্লুর রহমান সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেও তা পাঁচ বছর পর কার্যকরের সিদ্ধান্ত হয়েছে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট-আইবিএ এর অধ্যাপক ড. হাসনাত আলীকে মারধরের ঘটনায় আইবিএ‘র নবম ডে ব্যাচের ছাত্র নাহিদ হায়দারকে স্থায়ী বহিষ্কার করার সিদ্ধান্ত হয়েছে সিন্ডিকেট সভায়।

জেএস/ ০৭ ডিসেম্বর ২০১৭