অপ্রাপ্তবয়স্ক চালকের হাতে প্রাণ গেলো দশম শ্রেণির ছাত্রীর


টাইমস প্রতিবেদক | Published: 2018-08-04 04:23:05 BdST | Updated: 2024-04-30 14:10:54 BdST

টাঙ্গাইলে পিকআপভ্যানের চাপায় সাদিয়া জাহান (১৫) নামে দশম শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে। শুক্রবার (০৩ আগস্ট) সকালে উপজেলার কালিয়া ইউনিয়নের বড়চওনা বেলতুলি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় পিকআপভ্যানটির চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া চালকের নাম তানভির (১৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ঢাকা-সখীপুর-সাগরদিঘী সড়কের বেলতলী এলাকা দিয়ে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিল সাদিয়া জাহান।

এ সময় বেপরোয়া গতিতে আসা একটি পিকআপভ্যান পিছন দিক থেকে ধাক্কা দিলে সাদিয়া গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুপুর ১২টার দিকে চিকিৎসক সাদিয়াকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরে বিক্ষুব্ধ এলাকাবাসী চালক ও পিকআপটিকে আটক করে পুলিশে দেয়। এরপর বিচার চেয়ে তারা বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করে রাখে। এ সময় স্থানীয় ব্যক্তিরা এসে পরিস্থিতি শান্ত করে।

টাঙ্গাইলে পিকআপভ্যানের চাপায় সাদিয়া জাহান (১৫) নামে দশম শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে। এ সময় ভ্যানটির চালক তানভিরকে আটক করা হয়।

 

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম তুহিন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সাদিয়া আক্তার একই এলাকার আজহারুল ইসলামের মেয়ে। সে স্থানীয় বড়চওনা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

এসএম/ ০৩ আগস্ট ২০১৮