
ঢাকার সাভার উপজেলায় নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্র মারা গেছে। রোববার (০২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ডগরতলি এলাকায় এই ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই দুই স্কুলছাত্র হলো স্থানীয় মডেল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র সোহাগ খন্দকার (১৩) ও আইডিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র মাসুদ রানা (৮)। সোহাগ আশুলিয়ার কাইচাবাড়ি এলাকার সিরাজুল খন্দকারের ছেলে আর একই এলাকার ইকবাল হোসেনের ছেলে মাসুদ।
সোহাগের বন্ধু ইকবাল হোসেন জানায়, তারা ছয়জন একসঙ্গে স্থানীয় বংশী নদীর শাখায় গোসল করতে যায়। নদীর ধারে গিয়ে তীব্র স্রোতের কারণে দুজন নদীতে নামেনি। তবে সোহাগ, মাসুদসহ তিনজন নদীতে নেমে গোসল করতে থাকে। একপর্যায়ে তীব্র স্রোতে একজন তীরে উঠতে সক্ষম হলেও সোহাগ ও মাসুদ পানিতে তলিয়ে যায়।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আবদুল হামিদ বলেন, নদীতে প্রবল স্রোত থাকায় দুই শিশু পানিতে তলিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মিলে দুজনের লাশ উদ্ধার করে।
এসএম/ ০৩ সেপ্টেম্বর ২০১৮