প্রেমের টানে কলমাকান্দায় চীনা মেয়ে


ডেস্ক রিপোর্ট | Published: 2019-06-11 06:31:09 BdST | Updated: 2024-04-27 15:27:04 BdST

প্রেমের টানে হাজারো মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে এসেছেন ইবনাত মরিয়ম ফাইজার।

ফাইজা চীনের হিলংজিয়া প্রদেশের মুদনঞ্জিয়া শহরের ওয়াং হুয়ানঝং ও পাং ইয়ুলিং দম্পতির সন্তান। কলমাকান্দার ছেলে জসিম উদ্দিনের সঙ্গে বিয়ে হয় তার।

জসিম উদ্দিন নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের গুতুরা গ্রামের ডা. সিরাজুল ইসলামের ছেলে। চার ভাই ও এক বোনের মধ্যে সে মেঝ। ফাইজার চীনের খ্রিস্টান পরিবারের সন্তান। তারা দুজনই দুবাইতে চাকরি করছেন। সে বাবা-মার একমাত্র সন্তান।

ফাইজার সঙ্গে জসিমের প্রথম পরিচয় দুবাইয়ের একটি শপিংমলে। তারা তিন বছর চাকরির প্রয়োজনেই দুজন দুই দেশ থেকে দুবাইয়ে অবস্থান করতেন। ধীরে ধীরে তাদের পরিচয় রূপ নেয় ভালোবাসার সম্পর্কে। হৃদয়ের টান তাদেরকে আলাদা করতে পারেনি।

ফাইজা আগে খ্রিস্টান ধর্মের অনুসারি থাকলেও বিয়ের আগে ইসলাম ধর্মগ্রহণ করেন। প্রেমিক জসিম উদ্দিনের পরিবারের সম্মতিতে কলমাকান্দার গুতুরা বাজারে রোরবার এক বিবাহোত্তর বৌভাতের আয়োজন করা হয়।