মানিকগঞ্জে বন্যার্তদের মাঝে কেরানীগঞ্জ উন্নয়ন সোসাইটির ত্রাণ বিতরণ


টাইমস প্রতিবেদক | Published: 2017-09-12 02:59:33 BdST | Updated: 2024-09-10 16:18:19 BdST

মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে কেরানীগঞ্জ উন্নয়ন সোসাইটি।

শনিবার (০৯ সেপ্টেম্বর ১৭) সকাল সাড়ে ১১টায় মানিকগঞ্জ ডাক বাংলোতে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন: মানিকগঞ্জ জেলা প্যানেল চেয়ারম্যান শামিমা আক্তার চায়না, হরিরামপুর থানার তদন্ত অফিসার মোঃ ফারুক আহমেদ, ভাওয়ারডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কাউসার সহ আরো অনেকে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ত্রাণ বিতরণের আগে হরিরামপুরের বন্যাকবলিত প্রতিটি জায়গায় গিয়ে কয়েকজন সেচ্ছাসেবী প্রকৃত ক্ষতিগ্রস্থদের একটি তালিকা তৈরি করেন। এবং যারা সাহায্য পাবার যোগ্য এমন ১৪০টি পরিবারের নাম তালিকাভুক্ত করেন। পরবর্তীতে ক্ষতিগ্রস্ত আরো পরিবার আসলে তাদেরকে সাহায্য করা হয়। সর্বমোট প্রায় ২০০ পরিবারকে সংগঠনটির পক্ষ থেকে সহযোগিতা করা হয়।

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো : নগদ ৫০০ টাকা, চার কেজি চাল, মুড়ি, চিড়া, বিস্কুট, এক বক্স করে স্যালাইন এবং প্রাথমিক চিকিৎসার জন্য কিছু ঔষধ।

কেরানীগঞ্জ উন্নয়ন সোসাইটির প্রধান উপদেষ্টা জনাব শাহিন আহমেদ বলেন, সমাজের বিত্তবানরা যদি বন্যার্তদের সহযোগিতায় হাত বাড়িয়ে দেয় তা হলে পরিস্থিতি অনেকটা সহজ হয়ে যাবে। আমাদের প্রত্যেকের উচিত যার যার অবস্থান থেকে বন্যাকবলিত মানুষদের সহযোগিতা করা। এছাড়া জনাব শাহিন আহমেদ কেরানীগঞ্জ উন্নয়ন সোসাইটির ত্রাণ বিতরণ কর্মসূচিতে সার্বিক ভাবে সহযোগিতা করেন।

যারা যারা অনুদান দিয়েছেন তাদের মধ্যে রয়েছে সমাজ সেবক মিজানুর রহমান সবুজ, মিরাজুর রহমান সুমন, মনির হোসেন রাজীব, শেখ কাওসার, স্বাধীন শেখ, জাহাঙ্গীর শাহ খুশি, এইচ এম মেহেদী , ফারুক হোসেন মিঠু, মো: মাসুদ, মো: ইয়ামিন, পলক হাসান সুমন, যুবরাজ রহমান, মো: দেলু মেম্বার, সাংবাদিক আবু জাফর, তানিয়া শেখ, এস এম সাইফুল ইসলাম, আলী আজগর সহ আরো অনেকেই উন্নয়ন সোসাইটির প্রকেল্পে পাশে এসে দাঁড়ায়। এছাড়া কেরানীগঞ্জ উন্নয়ন সোসাইটির যুগ্ন সম্পাদক আসাদুল ইসলাম কার্যক্রম সফল করার জন্য বিশেষভাবে সহযোগিতা করেন।

ত্রাণ বিতরণ কর্মসূচীতে কেরানীগঞ্জ উন্নয়ন সোসাইটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন, শাওন মহসিন খান, সানমুন আহমেদ, মো: রিদয়, মো: ইমরান, মো: মাসুদ, মো: সাজ্জাদ, মো: শাহাদাত, মো: জাকারিয়া এবং মো: জুনায়েদ।

টিআই/ ১১ সেপ্টেম্বর ২০১৭