ঘাটাইলে কোচিং ফি ছাড়া মিলছে না এসএসসির প্রবেশপত্র


টাইমস ডেস্ক | Published: 2018-01-26 11:54:55 BdST | Updated: 2024-10-13 22:00:55 BdST

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চানতারা গণ উচ্চ বিদ্যালয়ে কোচিং ফি’র টাকা পরিশোধ না করলে এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র আটকে রাখা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) চানতারা গণ উচ্চ বিদ্যালয়ে গিয়ে এসএসসি পরিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, এসএসসি পরীক্ষার ফরম পূরণের পর পরীক্ষার্থীদের অনিচ্ছা সত্বেও বিদ্যালয়েই কোচিংয়ের ব্যবস্থা করে স্কুল কর্তৃপক্ষ। স্কুল চলাকালে দিনে পাঁচ-ছয় বিষয়ে পড়ানোর কথা বলে মাসে ৫০০ টাকা কোচিং ফি ধরা হয়। কিন্তু তেমন সাড়া না পেয়ে কোচিংয়ের শিক্ষক পরীক্ষার্থীদের নাম খাতায় তুলে রাখে এবং মাস শেষে টাকার জন্য চাপ প্রয়োগ করতে থাকে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন পরীক্ষার্থী জানান, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গত এক সপ্তাহ ধরে আমাদের হুমকি দিচ্ছেন- আমরা যদি কোচিং ফি পরিশোধ না করি তাহলে আমাদের পরীক্ষার প্রবেশপত্র আটকানো হবে।

তবে চানতার গণ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, সব পরীক্ষার্থীর নাম হাজিরা খাতায় আছে। তালিকা অনুযায়ী শিগগিরই তাদের প্রবেশপত্র দেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম শামসুল হক জানান, কোচিং ফি’র সাথে প্রবেশপত্রের কোনো সম্পর্ক নেই। যদি কোনো প্রতিষ্ঠান এ কাজ করে তা অন্যায়। অভিযোগ পেলে দ্রুত স্কুল কৃর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এসজে/ ২৬ জানুয়ারি ২০১৮