সিলেটে মাহফিলে সংঘর্ষে মাদ্রাসাছাত্র নিহত, আহত ৫০


টাইমস প্রতিবেদক | Published: 2018-02-27 15:57:17 BdST | Updated: 2024-05-02 15:57:39 BdST

সিলেটের জৈন্তাপুরে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫০ জন।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১১টায় জৈন্তাপুর উপজেলার বাংলাবাজার আমবাড়ি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত মোজাম্মেল হোসেন হরিপুর মাদ্রাসার ছাত্র।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. ময়নুল জাকির বলেন, ওই এলাকায় ওয়াজ মাহফিলের আয়োজন করে সুন্নি মতাদর্শের লোকজন। ওয়াজ চলাকালে সুন্নিবিরোধী লোকজন হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একসময় সংঘর্ষ আশপাশের কয়েকটি এলাকায় ছড়িয়ে পড়ে।

ওসি জানান, প্রায় চার ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষ শেষ হয় রাত ৩টায়। সংঘর্ষের কারণে সিলেট-তামাবিল মহাসড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

এদিকে, মাদ্রাসাছাত্র নিহতের প্রতিবাদে সিলেট নগরীতে গভীর রাতে বিক্ষোভ করেছেন কওমি মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা।

এসএইচ/ ২৭ ফেব্রুয়ারি ২০১৮