বিদ্যুৎতের অভাবে ডিজিটাল পদ্ধতির শিক্ষা পাচ্ছে না শিক্ষার্থীরা


টাইমস প্রতিবেদক | Published: 2018-04-08 16:42:40 BdST | Updated: 2024-05-18 20:41:07 BdST

ময়মনসিংহের গ্রামাঞ্চলের ৬শ’রও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ না থাকায় ডিজিটাল পদ্ধতির শিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা।

সরকার বিদ্যালয়ে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া সামগ্রী বিতরণ করলেও বিদ্যুৎবিহীন বিদ্যালয়গুলো এ সুবিধা পাচ্ছেনা। বছরের পর বছর ঘুরেও সংযোগ পাচ্ছেন না বলে অভিযোগ শিক্ষকদের। তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী জানান, চলতি বছরই দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা হবে।

প্রাথমিক শিক্ষার্থীদের আনন্দময় পাঠদান নিশ্চিত করতে সরকার বিদ্যালয়ে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া সামগ্রী বিতরণ করছে। কিন্তু ময়মনসিংহের গ্রামাঞ্চলের অনেক বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ না থাকায় ডিজিটাল পদ্ধতির এই শিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। এদিকে প্রচণ্ড গরমে শিশুদের কষ্টের পাশাপাশি মেঘলা দিনে শ্রেণী কক্ষে আলোর স্বল্পতায় পাঠদান ব্যাহত হয়। অনেক বিদ্যালয়ের পাশ ঘেঁষে বিদ্যুতের লাইন গেলেও সংযোগ দেয়া হচ্ছেনা। আবেদন করে বছরের পর বছর ধর্না দিলেও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সাড়া মিলছে না বলে অভিযোগ শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের।

শিক্ষার্থীরা বলেন, 'আমাদের ল্যাপটপ আছে তবুও আমরা শিখতে পারি না বিদ্যুতের অভাবে।'

ব্যবস্থাপনা কমিটির এক সদস্য বলেন, 'বিদ্যালয়ের পাশেই বিদ্যুৎ আছে কিন্তু আমরা শত চেষ্টা করেও বিদ্যুৎতের লাইন পাচ্ছি না।'

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, বিদ্যুৎবিহীন বিদ্যালয়ের তালিকা তৈরি করে অধিদপ্তর ও পল্লী বিদ্যুৎ অফিসে পাঠানো হয়েছে। পল্লী বিদ্যুৎ কর্মকর্তারা বলছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ দেয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

ময়মনসিংহের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন বলেন, 'অতি দ্রুত ওই সব বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগের জন্য আমরা পল্লী বিদ্যুৎ অফিসে বলেছি।'

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর মহা-ব্যবস্থাপক মো. সোহেল পারভেজ বলেন, 'যে সমস্ত প্রাথমিক বিদ্যালয় আমাদের ১৩০ ফিটের মধ্যে, তারা ৪৫০ টাকা জমা দিলেই আমরা সার্ভিস ডোপের আওতায় একটি মিটার আমরা লাগিয়ে দিতে পারবো।'

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী জানান, চলতি বছরই দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান বলেন, '২০১৮ সালের মধ্যে কোনো বিদ্যালয় বিদ্যুৎতের বাইরে থাকবে না। চরাঞ্চলেও যদি কোনো বিদ্যালয় থাকে, সেখানে আমরা সোলার দিয়ে বিদ্যুৎ দিবো।'

ময়মনসিংহ জেলার ২ হাজার ১৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে বিদ্যুৎ সংযোগ নেই ৬৩৮টি বিদ্যালয়ে। সূত্র: সময় টিভি।

টিআই/ ০৮ এপ্রিল ২০১৮