মন্দিরের জমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন


টাইমস ডেস্ক | Published: 2018-04-10 18:29:59 BdST | Updated: 2024-05-05 06:25:10 BdST

জামালপুর জেলা প্রশাসক কর্তৃক দয়াময়ী ও রাধামোহন জিউ মন্দিরের জমি অধিগ্রহণের প্রতিবাদে শুক্রবার (০৬ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে ‘মানব সেবা সংঘ’ নামে একটি সংগঠন।

মানববন্ধনে বক্তারা বলেন, জেলার কেন্দ্রীয় মন্দির হিসেবে দয়াময়ী মন্দির প্রায় সাড়ে তিনশ’ বছর ধরে সনাতন ধর্মাবলম্বীদের আবেগের সঙ্গে জড়িত। ঐতিহাসিক এ মন্দিরটি এখন হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় সংস্কৃতির ঐতিহ্যের অংশ। অথচ সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলার নামে অপর একটি সংস্কৃতির ক্ষতিসাধন করার উদ্দেশ্য ক্রমে দৃশ্যমান হয়ে উঠছে, যা স্ববিরোধিতা।

তারা বলেন, কালচারাল কমপ্লেক্স করার জন্য মন্দিরের জায়গা ছাড়া আরও অনেক জায়গা রয়েছে। এমনিতেই জামালপুর শহরটি জনসংখ্যা, বিপণিবিতান, অপরিকল্পিত নদী ও যানবাহন ব্যবস্থাপনা ইত্যাদি কারণে আবেদনহীন হয়ে পড়েছে, সেখানে শহরটি সম্প্রসারণ না করে শহরের প্রাণকেন্দ্রে এমন উন্নয়ন কর্মকা- বাস্তবায়ন কি উদ্দেশ্য প্রণোদিত নয়?

বক্তারা আরও বলেন, সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর প্রাচীন দয়াময়ী মন্দিরের জমি অধিগ্রহণের পরিকল্পনা নিতান্তই ষড়যন্ত্রমূলক। ধর্মচর্চার জন্য মন্দিরেরও সম্প্রসারণ হওয়া দরকার। এজন্য প্রস্তাবিত অধিগ্রহণ স্থলটি মন্দিরেরই থাকা উচিত।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা প্রদান করেন অ্যাড. গৌতম চক্রবর্তী, বিশেষ অতিথি ছিলেন নিপুণ রায় চৌধুরী, মানব সেবা সংঘের সভাপতি সঞ্জয় দে রিপন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সুব্রত তালুকদার, অ্যাডভোকেট জীবন আনন্দ, আলতাফ হোসেন, শামসুল আরেফীন, সামিউল, লেলিন, প্রিন্স মন্ডল, হীরু, সোহাগ, জীবন, প্রদীপ, ঝলক, তৌহিদ, সবুজসহ প্রমুখ।

এইচজে/ ১০ এপ্রিল ২০১৮