
নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর গ্রামে বজ্রপাতে ইকবাল হাসনাত পিয়াল নামে এক স্কুলছাত্র মারা গেছে।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। সে নোয়াখালী জিলাস্কুলের সপ্তম শ্রেণী দিবা ক-শাখার ছাত্র এবং ওই গ্রামের সোহেল রানা জুগুর বড় ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, পিয়াল ও তার কয়েকজন সহপাঠী মিলে তাদের বাড়ির পাশে মাঠে ক্রিকেট খেলছিল। এ সময় ঝড়-বৃষ্টি শুরু হলে পিয়ালসহ তার সহপাঠীরা দৌড়ে নিরাপদ আশ্রয়ে চলে যায়। একপর্যায়ে পিয়াল মাঠে ফেলে আসা তার জুতা আনতে গেলে বজ্রপাতের ঘটনা ঘটে। পরে তাকে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টিআই/ ২৯ এপ্রিল ২০১৮