শিক্ষার্থীর ‍উপর এসিড নিক্ষেপ করলেন শিক্ষক


টাইমস ডেস্ক | Published: 2018-08-05 01:23:18 BdST | Updated: 2024-05-10 12:32:53 BdST
হবিগঞ্জ সদরের সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী মহিউদ্দীনের ওপর ওই প্রতিষ্ঠানের শিক্ষক আব্দুল কাইয়ুম এসিড নিক্ষেপ করেছেন। শনিবার সকাল এগারোটার দিকে এ ঘটনা ঘটে।
 
এসিডে মহিউদ্দীনের ঘাড়ের নিচে পিঠের কিছু অংশ ঝলসে গেছে। তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
এসিড নিক্ষেপকারী শিক্ষক আব্দুল কাইয়ুম বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।
 
ক্লাসের অপর শিক্ষার্থীদের বরাত দিয়ে হবিগঞ্জ সদর থানার ওসি মো: ইয়াসিনুল হক চ্যানেল অাই অনলাইনকে জানান: সেসময় ব্যবহারিক ক্লাস চলছিলো। হঠাৎ করে শিক্ষক কাইয়ুম মহিউদ্দীনকে কিছুটা অন্যমনস্ক দেখতে পান। সেসময় তিনি রেগে গিয়ে তার সামনে থাকা কেমিক্যাল ভর্তি গ্লাস ছুঁড়ে মারেন মহিউদ্দীনের দিকে। সেসময় আত্মরক্ষার্থে মহিউদ্দীন পেছন ফিরে গেলে এসিড তার পিঠে যেয়ে লাগে। এতে করে ঝলসে যায় তার পিঠের বেশ কিছু অংশ।
 
পুলিশ জানায়: আহত ছাত্র কিছুটা সুস্থ্য হলেই শিক্ষক আব্দুল কাইয়ুমের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
এসএম/ ০৪ আগস্ট ২০১৮