ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিনা বেগম


টাইমস অনলাইনঃ | Published: 2018-12-08 10:08:42 BdST | Updated: 2024-05-10 18:50:55 BdST

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে হাসিনা বেগমকে নিয়োগ প্রদান করা হয়েছে। এছাড়া প্রভাতী শাখার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন মহসিন তালুকদার। আজ শুক্রবার স্কুলটির পরিচালনা পর্ষদের এক জরুরী সভায় এ দুইজনকে নিয়োগ প্রদান করা হয়। পরিচালনা পর্ষদের সভাপতি গোলাম আশরাফ তালুকদার এ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, শুক্রবার রাতে পরিচালনা পর্ষদের জরুরী মিটিং বসে। মিটিংয়ের শুরুতেই অরিত্রি অধিকারীর জন্য এক মিনিট নিরবতা পালন করা হয়। প্রায় দেড় ঘন্টা মিটিং শেষে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রভাতী শাখার প্রধান শিক্ষিকার নাম ঘোষনা করেন। সভায় পর্ষদের ১০ জন সদস্য উপস্থিত ছিলেন।

এর আগে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী অরিত্রি অধিকারীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে স্কুলটির অধ্যক্ষ নাজনীন ফেরদৌস ও প্রভাতি শাখার প্রধান শিক্ষিকা জিনাত আখতার ও প্রভাতী শাখার শ্রেণি শিক্ষিকা হাসনা হেনাকে বরখাস্ত করা হয়।

প্রসঙ্গত, গত সোমবার রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রভাতী শাখার শিক্ষার্থী অরিত্রী অধিকারী আত্মহত্যা করেন। জানা যায়, পরীক্ষা চলাকালীন সময়ে অরিত্রির কাছে একটি মোবাইল পাওয়া যায়। এতে নকলের অভিযোগ এনে তাকে পরীক্ষায় হল থেকে বের করে দেয়া হয়। পরদিন পরীক্ষা দিতে গেলে তাকে পরীক্ষায় অংশ নিতে দেয়া হয়নি। কথা বলার জন্য তার বাবা-মাকে স্কুলে নিয়ে আসতে বলা হয়। গতকাল সোমবার অরিত্রির সঙ্গে তারা স্কুলে যান। পরে তাদের ভাইস প্রিন্সিপালের কাছে নিয়ে গেলে তারা মেয়ের নকল করার ব্যাপারে ভাইস প্রিন্সিপালের কাছে ক্ষমা চান। কিন্তু ভাইস প্রিন্সিপাল কিছু করার নেই বলে তাদের প্রিন্সিপালের রুমে যেতে বলেন। সেখানে গিয়েও তারা ক্ষমা চান। কিন্তু প্রিন্সিপালও তাতে সদয় হননি। পরে তার মেয়ে প্রিন্সিপালের পায়ে ধরে ক্ষমা চাইলেও তাদের বেরিয়ে যেতে বলেন এবং পরের দিন টিসি নিয়ে আসতে বলেন।

পরিবারের অভিযোগ, টিসি দিয়ে দেওয়ার ভয়-ভীতি এবং বাবাকে অপমান করায় স্কুল থেকে ফিরেই শান্তিনগরের বাসায় আত্মহত্যা করে অরিত্রি। পরদিন অরিত্রির বাবা দিলিপ অধিকারী আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগ এনে তিন শিক্ষিকার বিরুদ্ধে মামলা করেন।