প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ ব্যবস্থায় জেএসসি-জেডিসি পরীক্ষা


টাইমস প্রতিবেদক | Published: 2017-11-01 18:55:32 BdST | Updated: 2024-05-20 22:17:15 BdST

সারাদেশে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হয়েছে। বুধবার (০১ নভেম্বর) সকালে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে আসেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মহিউদ্দিন খান। এসময় তার সঙ্গে ছিলেন অতিরিক্ত সচিব অরুণা বিশ্বাস ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান।

সাংবাদিকদের মো. মহিউদ্দিন খান বলেন, ‘সারাদেশে সুষ্ঠুভাবে পরীক্ষা শুরু হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নেই প্রশ্নফাঁসের খবর। প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে কেন্দ্রে আসার নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানে ১৮টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে।’

তিনি জানান, পরীক্ষার প্রথম দিন জেএসসিতে বাংলা প্রথম পত্র এবং জেডিসিতে কুরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবার থেকে জেএসসির নিয়মিত শিক্ষার্থীদের শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, কর্মী ও জীবনমুখী শিক্ষা এবং চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষা হবে না। তিন বিষয়ে শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সংশ্লিষ্ট কেন্দ্রে সরবারহ করবে।

অতিরিক্ত সচিব জানান, সারাদেশের মোট ২ হাজার ৮৩৪টি কেন্দ্রে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হয় বুধবার সকাল ১০টা থেকে। নিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে বহু নির্বাচনি (এমসিকিউ) অংশে ৩০ নম্বর ও সৃজনশীল অংশে ৭০ নম্বরের পরীক্ষা হচ্ছে। তবে অনিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে বহুনির্বাচনি (এমসিকিউ) অংশে ৪০ নম্বর ও সৃজনশীল অংশে ৬০ নম্বরের পরীক্ষা হচ্ছে। এর মধ্যে বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র ছাড়া অন্য বিষয়ের পরীক্ষা নেওয়া হচ্ছে সৃজনশীল প্রশ্নে। পরীক্ষা চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।

এমকে/ ০১ নভেম্বর ২০১৭