জেএসসি-জেডিসিতে দ্বিতীয় দিনে অনুপস্থিত ৬২ হাজার


টাইমস প্রতিবেদক | Published: 2017-11-03 17:33:05 BdST | Updated: 2024-05-20 19:52:07 BdST

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার দ্বিতীয় দিন সারা দেশে ৬১ হাজার ৯৮৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। বহিষ্কার হয়েছে ২০ জন।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) জেএসসিতে বাংলা দ্বিতীয় পত্র এবং জেডিসিতে আকাইদ ও ফিকহ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান জানান, দ্বিতীয় দিন ২৩ লাখ ২৮ হাজার ৩৫৯ জন শিক্ষার্থী অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষায় অংশ নিলেও অনুপস্থিত ছিল ৬১ হাজার ৯৮৯ জন।

ঢাকা বোর্ডে ১৩ হাজার ৮২৫ জন এবং রাজশাহী বোর্ডে চার হাজার ৮০০ জন, কুমিল্লা বোর্ডে চার হাজার ৬৭০ জন, যশোরে চার হাজার ৯৫৫ জন, চট্টগ্রামে দুই হাজার ৯৩৯ জন, সিলেটে দুই হাজার ৪৩১ জন, বরিশালে তিন হাজার ৩৯৪ জন এবং দিনাজপুর বোর্ডে চার হাজার ৪৮২ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

মাদ্রাসা বোর্ডে জেডিসিতে ২০ হাজার ৫৯৩ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এদিন ঢাকা শিক্ষা বোর্ডে ১১ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে সাতজন এবং কুমিল্লা ও বরিশাল বোর্ডে একজন করে পরীক্ষার্থী বহিষ্কার হয়।

প্রথম দিন অনুপস্থিত ছিল ৬০ হাজার ৮৯৩ জন। এ নিয়ে দুই দিনে অনুপিস্থিতির সংখ্যা দাঁড়াল প্রায় ১ লাখ ২২ হাজার।

এমএন/ ০৩ অক্টোবর ২০১৭