
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার সপ্তম দিন সারাদেশে ৫৯ হাজার ৮৭৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। বহিষ্কার হয়েছে ৩৩ জন।
বৃহস্পতিবার (০৯ নভেম্বর) জেএসসিতে বিজ্ঞান এবং জেডিসিতে কৃষি শিক্ষা ও গার্হস্থ্য অর্থনীতি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, সপ্তম দিন ২৩ লাখ ২৭ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষায় অংশ নিলেও অনুপস্থিত ছিল ৫৯ হাজার ৮৭৫ জন।
ঢাকা বোর্ডে ১৪ হাজার ৬০ জন এবং রাজশাহী বোর্ডে চার হাজার ৬৫৭ জন, কুমিল্লা বোর্ডে তিন হাজার ৮০০ জন, যশোরে চার হাজার ৬৪৬ জন, চট্টগ্রামে দুই হাজার ৮৬৪ জন, সিলেটে দুই হাজার ৩৯১ জন, বরিশালে তিন হাজার ৩১৫ জন এবং দিনাজপুর বোর্ডে দুই হাজার ৯৫৭ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
মাদ্রাসা বোর্ডে জেডিসিতে ২১ হাজার ১৮৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।
এদিন ঢাকা শিক্ষা বোর্ডে নয়জন, যশোর একজন, বরিশাল দুজন, দিনাজপুর তিনজন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১৮ জন করে পরীক্ষার্থী বহিষ্কার হয়।
এসজে/ ১০ নভেম্বর ২০১৭