জেএসসির কৃষি-গার্হস্থ্যতেও বহিষ্কার-অনুপস্থিতির রেকর্ড


টাইমস প্রতিবেদক | Published: 2017-11-15 16:34:37 BdST | Updated: 2024-05-20 19:08:35 BdST

অষ্টম শ্রেণির জেএসসি-জেডিসি পরীক্ষায় অনুপস্থিতি আর বহিষ্কারের সংখ্যা বেড়েই চলছে। আজ অষ্টম দিনের পরীক্ষাতে অসাধুপন্থা অবলম্বনের অপরাধে ৪১ জনকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও অনুপস্থিতির সংখ্যা ছিল ৬০ হাজারের বেশি শিক্ষার্থী। মঙ্গলবার (১৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মনিটরিং বিভাগ থেকে পাঠানো তথ্যে এসব চিত্র উঠে এসেছে।

৮ম দিনে জেএসসির কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, আরবি, সংস্কৃতি আর জেডিসির ইংরেজি ২য় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় সব কয়টি বোর্ডে মোট ২৩ লাখ ৯০ হাজার ১৩৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণের কথা থাকলেও ৬০ হাজার ৯৬৭ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

জানা গেছে, জেএসসি পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডে মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল ৬ লাখ ৫৯ হাজার ৯৯ জন। এরমধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৬ লাখ ৪৫ হাজার ১৯৬ জন। আর অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১৩ হাজার ৯০৩ জন। এরমধ্যে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য ঢাকা বোর্ডে বহিষ্কার হয়েছে ৫ জন শিক্ষার্থী।

রাজশাহী বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ৩৯ হাজার ১১০ জন। পরীক্ষায় অংশ নিয়েছে ২ লাখ ৩৪ হাজার ৪৮৮ জন। অনুপস্থিত ছিলেন ৪ হাজার ৬২২ জন।

কুমিল্লা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ৪৮ হাজার ৫৫৬ জন। পরীক্ষায় অংশ নিয়েছে ২ লাখ ৪৪ হাজার ৬১৯ জন। অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৯৩৪ জন। বহিষ্কার হয়েছে ২ জন শিক্ষার্থী।

যশোর শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ১৬ হাজার ১৫১ জন। পরীক্ষায় অংশ নিয়েছে ২ লাখ ১১ হাজার ৩০৮ জন। অনুপস্থিত ছিল ৪ হাজার ৮৪৯ জন শিক্ষার্থী। বহিষ্কার করা হয়েছে একজন শিক্ষার্থীকে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৭৩ হাজার ৫৯ জন। পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৭০ হাজার ২২৯ জন। আর অনুপস্থিত ছিল ২ হাজার ৮৩০ জন। বহিষ্কার হয়নি কেউ।

সিলেট শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩১ হাজার ৫৮৮ জন। আর পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ২৯ হাজার ১৯৩ জন। অনুপস্থিত ছিল ২ হাজার ৩৯২ জন।

বরিশাল বোর্ডে মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ১ লাখ ১৯ হাজার ৮৪৯ জন। আর পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ১৬ হাজার ৪৯৩ জন। অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৩৫৯ জন।

দিনাজপুর বোর্ডে মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ২ লাখ ২৩ হাজার ৬৫১ জন। পরীক্ষায় অংশ নিয়েছে ২ লাখ ২০ হাজার ৬৬৭ জন। অনুপস্থিত ছিল ২ হাজার ৯৮৪ জন। বহিষ্কার হয়েছে ২ জন।

আর মাদরাসা বোর্ডের জেডিসিতে মোট পরীক্ষার্থী ছিল ৩ লাখ ৭২ হাজার ১৩৫ জন। পরীক্ষায় অংশ নিয়েছে ৩ লাখ ৪৯ হাজার ৯৪১ জন। এই বোর্ডে অনুপস্থিত ছিল ২২ হাজার ১৯৪ জন। বহিষ্কার হয়েছে ৩১ জন শিক্ষার্থী।

এবারও বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র ছাড়া অন্য সকল বিষয়ের পরীক্ষা সৃজনশীল প্রশ্নে নেয়া হচ্ছে। এবছর থেকে নিয়মিত শিক্ষার্থীদের শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, কর্ম ও জীবনমুখী শিক্ষা এবং চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষা হবে না। তিন বিষয়ে শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সংশ্লিষ্ট কেন্দ্রে সরবরাহ করতে নির্দেশ দেয়া হয়েছে। আগামী ১৮ নভেম্বর শেষ হবে এই পরীক্ষা।

এমএস/ ১৫ নভেম্বর ২০১৭