
জহিরুল ইসলাম : স্বপ্নে নয়, স্বপ্ন দেখাতে চাই বাস্তবে। এই শ্লোগানকে কেন্দ্র করেই রায়কোট ইউনিয়নের ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৫ জন শিক্ষার্থীকে শিক্ষক ও অভিভাবকসহ স্বপ্ন স্বপ্নে না দেখিয়ে বাস্তবে দেখানোর পদযাত্রায় রায়কোট ইউনিয়ন থেকে শিক্ষা সফরে নিয়ে আসা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ ও বুয়েটে।
সকাল ৭টায় কুরআন তিলাওয়াত ও মুনাজাতের মাধ্যমে শুরু হয় স্বপ্নের যাত্রা। সকাল ১০:৩০ টায় কার্জন হলে এসে পৌঁছায় উসারু শিক্ষা সফর টিম।

শিক্ষার্থীদের ঘুরে দেখানো হয় কার্জন হল, ঐতিহাসিক আমতলা, ঢাকা মেডিকেল কলেজ, শহীদ মিনার, বুয়েট, এসএম হল, ব্রিটিশ কাউন্সিল, ভিসি চত্বর, সিনেট ভবন, বিভিন্ন হল, বিজনেস ফ্যাকাল্টি,কলাভবন, অপরাজেয় বাংলা, ডাকসু, টিএসসি, বাংলা একাডেমি,জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর, শিখা অনির্বাণ,মুক্তিযুদ্ধ জাদুঘর সহ আরো বিভিন্ন স্থাপনা...
শিক্ষার্থীদের উদ্দেশ্যে মোটিভেশনালল স্পীচ প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয় এর অনুপ্রাণ ও প্রাণ রসায়ন বিভাগের অধ্যাপক শ্রদ্ধেয় Emran Kabir Chowdhury স্যার। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় এর বর্তমান ও সাবেক শিক্ষার্থীরাও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন ।
প্রোগ্রামটি অর্থায়ন করছেন তোফায়েল আহমেদ তপু।
এমএসএল