বর্ণমালা স্কুলে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ


টাইমস ডেস্ক | Published: 2017-12-19 17:42:36 BdST | Updated: 2024-05-20 19:08:42 BdST

ঢাকার যাত্রাবাড়ী থানার দনিয়া বর্ণমালা আদর্শ স্কুলের এক শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। রোববারের (১৭ ডিসেম্বর) এই ঘটনার পর সপ্তম শ্রেণির ওই ছাত্রের পরিবার অধ্যক্ষের কাছে অভিযোগ করেছেন।

স্কুলের অধ্যক্ষ ভূইয়া আবদুর রহমান বলেছেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ওই ছাত্রের পরিবারের অভিযোগ, বার্ষিক পরীক্ষা শেষে বিদ্যালয়ের বাইরে বন্ধুদের সঙ্গে রঙ মাখামাখি করার সময় মনিরুজ্জামান শ্রাবন নামে একজন শিক্ষক তাকে স্কুলের ভেতরে নিয়ে যায়। সেখানে তিনি ও নাজমুল হুদা নামে অন্য একজন শিক্ষক তাকে বেদম মারধর করে।

ছাত্রটির মামা মাসুদ রানা জানান, ছাত্রটির মা যাত্রাবাড়ি থানায় জিডিও করেছেন। থানায় করা জিডিতে বলা হয়েছে, মারধরের কারণে ছাত্রটির হাঁটু ফুলে উঠেছে। এ ছাড়া কাঁধ, ঘাড়, সহ শরীরের বিভিন্ন অংশে লাল ফোলা জখম হয়।

শিক্ষক মনিরুজ্জামান শ্রাবণ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, “পরীক্ষা শেষ হওয়ার পর ছেলেরা রঙ মাখামাখি করছিল। তারা ছাত্রীদের দিকে রং ছুড়ে মারছিল এবং পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছিল। সেজন্য ওই ছাত্রকে ধরে এনে পরিস্থিতি সামাল দেওয়া হয়। কোনো মারধর করা হয়নি।”

শরীরের মারধরের চিহ্ন প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি এ বিষয়ে কিছু বলতে চাননি।

যাত্রাবাড়ি থানার ওসি তোফায়েল আহমেদ জানান, এই ঘটনায় একটি জিডি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখছেন তারা।

স্কুলের অধ্যক্ষ ভূইয়া আবদুর রহমান জানান, ওই দুই শিক্ষক খণ্ডকালীন। তাদের বিরুদ্ধে এ ধরনের আরও অভিযোগ পাওয়া গেছে।

এমএস/ ১৯ ডিসেম্বর ২০১৭