প্রাথমিকে মেয়েরা এগিয়ে


টাইমস প্রতিবেদক | Published: 2017-12-31 00:17:56 BdST | Updated: 2025-03-16 02:37:32 BdST

পঞ্চম শ্রেণির প্রাথমিক সমাপনী পরীক্ষায় পাসের হারে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। এমনকি জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকেও মেয়েরা ছেলেদের চেয়ে এগিয়ে।

শনিবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে দুপুরে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। এর আগে সকালে গণভবনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সার-সংক্ষেপ হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

এবার পাসের হার প্রাথমিক সমাপনীতে ৯৫ দশমিক ১৮ শতাংশ ও ইবতেদায়ীতে ৯২ দশমিক ৯৪ শতাংশ।

ফলাফলের পরিসংখ্যানে দেখা গেছে, প্রাথমিক সমাপনীতে মোট ২৬ লাখ ৯৬ হাজার ২১৬ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। অংশগ্রহণ করা পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ১২ লাখ ৩৯ হাজার ১৮১ জন ও ছাত্রী ১৪ লাখ ৫৭ হাজার ৩৫ জন।

মোট উত্তীর্ণ হয়েছে ২৫ লাখ ৬৬ হাজার ২৭১ জন। এরমধ্যে ছাত্র ১১ লাখ ৭৬ হাজার ৩৩০ জন ও ছাত্রী ১৩ লাখ ৮৯ হাজার ৯৪১ জন।

প্রাথমিকে মোট জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৬২ হাজার ৬০৯ জন শিক্ষার্থী। এরমধ্যে ছেলেরা জিপিএ-৫ পেয়েছে এক লাখ ১৫ হাজার ৫৪৮ জন ও মেয়েরা পেয়ছে এক লাখ ৪৭ হাজার ৬১ জন।

বিজ্ঞাপন

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক সমাপনীতে ছাত্রদের পাসের হার ৯৪ দশমিক ৯৩ শতাংশ ও ছাত্রীদের পাসের হার ৯৫ দশমিক ৪০ শতাংশ। অর্থাৎ প্রাথমিক সমাপনীতে পরীক্ষায় অংশগ্রহণ ও পাসের হারের দিক থেকে মেয়েরা এগিয়ে।

মন্ত্রী আরও বলেন, ‘ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় ছাত্রদের সংখ্যা বেশি হলেও গড় পাসের দিক থেকে মেয়েরা এগিয়ে রয়েছে। এক্ষেত্রে ছাত্রদের পাসের হার ৯২ দশমিক ৪৮ শতাংশ ও ছাত্রীদের পাসের হার ৯৩ দশমিক ৪৩ শতাংশ।’

আরএম/ ৩০ ডিসেম্বর ২০১৭