
জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে বন্ধ হওয়া লেকহেড গ্রামার স্কুল আদালতের নির্দেশে খুলে দেয়া হয়েছে। রোববার (১৪ জানুয়ারি) দুপুরে আদালতের নির্দেশে এ স্কুলটি খুলে দেয়া হয়।
জঙ্গি কানেকশনের অভিযোগে গেলো বছরের ৫ নভেম্বর রাজধানীর লেকহেড গ্রামার স্কুলের গুলশান ও ধানমন্ডির দু’টি শাখা বন্ধের নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
যুগ্ম-সচিব সালমা জাহান স্বাক্ষরিত ওই নির্দেশে বলা হয়েছিল— লেকহেড প্রতিষ্ঠানটি মন্ত্রণালয়ের অনুমোদন না থাকা এবং ধর্মীয় উগ্রবাদ, উগ্রবাদী সংগঠন সৃষ্টি, জঙ্গি কার্যক্রমের পৃষ্ঠপোষকতাসহ স্বাধীনতার চেতনাবিরোধী কর্মকাণ্ডে যুক্ত। উক্ত প্রতিষ্ঠানটির সব কার্যক্রম বন্ধ করার নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এই নির্দেশের পর ৭ নভেম্বর ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিয়াস মেহেদী স্কুলটির দু'টি শাখা বন্ধ করে দেন।
এইচজে/ ১৪ জানুয়ারি ২০১৮