
গণতন্ত্রের চর্চা আর নেতৃত্ব গড়ার লক্ষ্যে দেশের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় স্কুল ক্যাবিনেট নির্বাচনের ভোট। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শনিবার (২৭ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত ভোট দেয় ক্ষুদে ভোটাররা। বিজয়ী হয়ে বিদ্যালয়ের পরিবেশ উন্নয়নে কাজ করতে চায় প্রার্থীরা।
চট্টগ্রাম: শনিবার সকাল ৯টায় চট্টগ্রামের ডক্টর খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ে শুরু হয় স্কুল ক্যাবিনেট নির্বাচনের ভোট। বিদ্যালয়টিতে ৯০০ শিক্ষার্থীর প্রত্যক্ষ ভোটে এক বছরের জন্য নির্বাচিত করা হয় ৮ জন প্রতিনিধি।
বরিশাল: উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শেষ হয় ভোটগ্রহণ। প্রার্থী নির্বাচনে অংশ নেয় ১২০০ ক্ষুদে ভোটার। এই নির্বাচনের মধ্য দিয়ে দেশের আগামী নেতৃত্ব বেরিয়ে আসবে এবং শিক্ষার্থীদের মাঝে গণতন্ত্রের চর্চা হবে বলে মনে করেন শিক্ষকরা।
ময়মনসিংহ: এদিকে, জাতীয় নির্বাচনের আদলে ময়মনসিংহে শান্তিপূর্ণভাবে শেষ হয় স্কুল ক্যাবিনেট নির্বাচন। ছিল নির্বাচন কমিশন, প্রিজাইডিং অফিসার এবং পোলিং এজেন্ট। লাইনে দাঁড়িয়ে শৃঙ্খলভাবে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেন শিক্ষার্থীরা। বিজয়ী হয়ে স্কুলের পরিবেশ উন্নয়নে কাজ করতে চায় প্রার্থীরা।
এছাড়া, ঝিনাইদহ, সিলেট ও রংপুরসহ দেশের বিভিন্ন স্কুলে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়।
এসজে/ ২৮ জানুয়ারি ২০১৮