স্কুলের ছাদ থেকে 'লাফিয়ে' ছাত্রের মৃত্যু


টাইমস অনলাইনঃ | Published: 2018-02-16 04:21:17 BdST | Updated: 2025-03-17 08:00:33 BdST

বগুড়ায় রায়হান রাব্বী তাসিন (১৫) নামের এক ছাত্র স্কুলের পাঁচতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার দুপুরে শহরের নিশিন্দারা আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল ও কলেজে এ ঘটনা ঘটে। ছাদ থেকে 'লাফ দেওয়ার' ৪ ঘণ্টা পর সন্ধ্যা সোয়া ৬টার দিকে তার মৃত্যু হয়। তাসিন ওই স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল।

বিজ্ঞাপন

পুলিশ ও শিক্ষকরা তার 'আত্মহননের' কারণ সম্পর্কে কিছুই বলতে পারেননি। তবে স্বজনরা বলছেন, প্রেমঘটিত কারণে সে আত্মহত্যার পথ বেছে নিতে পারে।

এদিকে, তাসিন স্কুলে যাওয়ার আগে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নিজের ফেসবুকে ইংরেজিতে লিখেছে, 'থ্যাংকস টু আল্লাহ, ফর গিভিং মি অ্যা লাইফ অব ফুল পেইন... বাই, এভরিওয়ান।' আর প্রোফাইল পিকচারের স্থানে লেখা, 'আমি আত্মহত্যা করিনি, আমায় হত্যা করা হয়েছে।'

পুলিশ জানায়, শহরের শিববাটি এলাকার সোহাগ হোসেন প্রামাণিক জুয়েলের ছেলে তাসিন প্রতিদিনের মতো বৃহস্পতিবারও স্কুলে গিয়েছিল।

তাসিনের স্কুলের সহকারী প্রধান শিক্ষক ফজলুল হক জানান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি চলার কারণে দুপুর ২টার দিকে স্কুল ছুটি হয়ে যায়। এরপর সবার অগোচরে কোন এক সময় তাসিন স্কুলের পশ্চিম পাশের নতুন পাঁচতলা ভবনের ছাদে ওঠে। বেলা আড়াইটার দিকে সে পাঁচতলা ভবন থেকে লাফ দেয়। শব্দ শুনে শিক্ষার্থী ও শিক্ষকরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে।

বিজ্ঞাপন

তিনি বলেন, 'তাসিন বাণিজ্য বিভাগের ছাত্র ছিল। সে মোটামুটি ভালো ছাত্র ছিল। অষ্টম শ্রেণিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিল।'

শজিমেক হাসপাতালের উপপরিচালক ডা. নির্মলেন্দু গুণ জানান, 'আশঙ্কাজনক অবস্থায় তাসিনকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হয়। প্রায় ৪ ঘণ্টা পর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।'

আইসিইউ-এর দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. নাঈম আহম্মেদ দিপু জানান, তাসিনের কোমর ভেঙে গিয়েছিল। তার মাথাসহ শরীরের একাধিক স্থানেও গুরুতর জখম হয়েছিল।

এদিকে, বিকেলে শিববাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে তাসিনদের বাড়িতে গিয়ে তালা ঝুলতে দেখা গেছে। বারিক খান নামে এলাকাবাসীদের একজন জানান, স্কুলভবন থেকে তাসিনের লাফিয়ে পড়ার খবরে তার স্বজনরা সবাই হাসপাতালে ছুটে গেছেন।

এলাকাবাসী জানান, তাসিন সব সময় একা একা থাকতো। কারও সঙ্গে তেমন কথা বলতো না।

সোহাগ প্রামাণিকের চাচাত ভাই হেলাল প্রামাণিক জানান, তার ভাই সোহাগের নিউ মার্কেটে কসমেটিকের দোকান রয়েছে। সোহাগের সঙ্গে প্রায় ১৭ বছর আগে একই এলাকার জনৈক বজলার রহমানের মেয়ে নিপা বেগমের বিয়ে হয়। তাসিন তাদেরই সন্তান। কিন্তু তাসিনের জন্মের দুই বছরের মাথায় তার মা-বাবার বিচ্ছেদ হয়। এরপর থেকে তাসিন তার দাদা জয়নাল প্রামাণিকের কাছে বড় হতে থাকে। পরে সোহাগ আরেক নারীকে বিয়ে করেন। দ্বিতীয়পক্ষের স্ত্রীর সঙ্গে তাদের পাঁচ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

তাসিনের চাচা হেলাল প্রামাণিক আরও জানান, তাসিনের সঙ্গে তার সৎ মায়ের কোন ঝামেলা ছিল না। তবে তার সঙ্গে দশম শ্রেণির এক মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল।

তিনি বলেন, 'শুনেছি ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন'স ডে'তে সেই মেয়ে তাসিনকে প্রত্যাখান করে। এরপর সে মানসিকভাবে ভেঙে পড়ে।'

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন বলেন, 'প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি পারিবারিক অশান্তির কারণে ছেলেটি আত্মহত্যার পথ বেছে নিয়েছে। অন্য কারণও থাকতে পারে।'

 

বিডিবিএস