
রাধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সস্টিটিউটে ৩০ এপ্রিল বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের দশম মহাসম্মেলনে নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের উপস্থিতিতে প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আবুল কালাম আজাদ-এর কাছ থেকে শ্রেষ্ঠ স্কুলের পুরস্কার গ্রহণ করেন কাজীপাড়াস্থ লিটল ফ্লাওয়ার ইন্টাঃ স্কুল স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ তোফায়েল আহাম্মদ তানজীর।
আরও পুরস্কার গ্রহণ করে সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থানপ্রাপ্ত এই স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্র মোঃ ইশফাক হোসেন , ৬ষ্ঠ শ্রেণিতে প্রথম রামিসা আনান, ৭ম শ্রেণিতে প্রথম স্নোভা আক্তার রুকু এবং ৮ম শ্রেণিতে জাকিয়া আক্তার ।
সভায় সংগঠনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের সভাপতিত্বে মহাসচিব ইস্কান্দার আলী হাওলাদারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। উল্লেখ্য, বৃত্তির ফলাফলে সারা বাংলাদেশের প্রায় ২২ হাজার স্কুলের মধ্য থেকে লিটল ফ্লাওয়ার ইন্টাঃ স্কুল শ্রেষ্ঠ স্কুল নির্বাচিত হয় । চার জন সম্মিলিত মেধাতালিকাসহ বিভিন্ন গ্রেডে বৃত্তি পেয়েছে ৩৫ জন ছাত্র ছাত্রী। এই অর্জন এবং গৌরবময় ফলাফলের ব্যাপারে অধ্যক্ষ তোফায়েল আহাম্মদ তানজীর গ্লোবটুডে’কে বলেন, আলহামদুলিল্লাহ ১৮ বছরে পা রাখা স্কুলটি শ্রেষ্ঠ স্কুলের পুরস্কার অর্জনে আমাদের শিক্ষক, ছাত্র-ছাত্রী , এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা এবং এলাকাবাসীর আন্তরিক দোয়ার ফসল ।
গত ২০০৬ শিক্ষাবর্ষেও ফলাফলেও লিটল ফ্লাওয়ার ইন্টাঃ স্কুল প্রথমবার তৎকালীন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডাঃ আফসারুল আমিনের কাছ থেকে শ্রেষ্ঠ স্কুলের পুরস্কার অর্জন করে । এবার প্রায় একযুগ পর আবারো এ অর্জন আমাদের আরো অনুপ্রাণিত করবে। দেশবরেণ্য কবি আসাদ চৌধুরী তখনকার ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভায় বলেছিলেন, লিটল ফ্লাওয়ার ইন্টাঃ স্কুল বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র।
টিআই/ ০৬ মে ২০১৮