স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে সেই শিক্ষক বরখাস্ত


টাইমস ডেস্ক | Published: 2018-05-15 01:08:16 BdST | Updated: 2025-03-18 08:05:43 BdST

মাদারীপুরের শিবচর উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণ ও তা ভিডিও ধারণ করে তিন বছর শারীরিক সম্পর্ক করার অভিযোগে শিক্ষক রবিউল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ।

জানা যায়, শিবচরের উমেদপুরের স্কুলশিক্ষক রবিউল ইসলামের বিরুদ্ধে একই বিদ্যালয়ের ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগ ওঠে। ওই ছাত্রী গত ১৩ মার্চ রবিউলের বিরুদ্ধে ধর্ষণ করে তার ভিডিও ধারণ করে প্রায় তিন বছর ধরে ধর্ষণের অভিযোগ করে স্কুল কর্তৃপক্ষের কাছে। এরপরই বের হয়ে আসে রবিউলের একের পর এক অপকর্মের তথ্য। বের হয় ওই মেয়ের সঙ্গে আপত্তিকর ছবি ও অডিও রেকর্ডিং।

বিজ্ঞাপন

নাম প্রকাশে না করার শর্তে, আরো দুই শিক্ষার্থীর পরিবারও রবিউলের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে। স্কুল কর্তৃপক্ষ তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েও কোনো উত্তর পায়নি।

এ বিষয়ে গত ৭ মে শিবচর থানায় মামলা হয়। এছাড়াও ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উমেদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রোকনুজ্জামান বলেন, অভিযুক্ত শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেছে ব্যবস্থাপনা কমিটি। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

এইচজেড/ ১৪ মে ২০১৮

বিজ্ঞাপন