অটিস্টিকদের কর্মমূখী করতে সচেষ্ট যে স্কুল


টাইমস অনলাইনঃ | Published: 2018-07-29 14:22:42 BdST | Updated: 2024-05-21 02:09:32 BdST

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কর্মমূখী করতে লেখাপড়ার পাশাপাশি কারিগরি শিক্ষা দিচ্ছে বগুড়ার গাবতলী উপজেলার করিমপাড়া অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়টি।

সম্প্রতি অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে কথা জয় সাংবাদিকদের। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহসিনা আক্তার বলেন, এখানকার শিক্ষকরা প্রশিক্ষণপ্রাপ্ত। সপ্তাহে যে পাঁচ দিন ক্লাস হয় এর মধ্যে একাডেমিক ক্লাস তিন দিন ও হাতের কাজ শেখানো হয় দুইদিন।

এছাড়া একাডেমিক ক্লাসের পাশাপাশি প্রায় প্রতিদিনই থেরাপি দেওয়া ছাড়াও নিজের কাজ নিজে করার বিষয় শেখানো হয় বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, “মাঝে মাঝে অভিভাবকদের ডেকে সন্তানদের ব্যবহার পরিবর্তন হচ্ছে কি না তা জেনে নেওয়া হয় এবং প্রতিবন্ধী সন্তানকে কিভাবে লালন পালন করতে হয় সে বিষয়েও অভিভাবকদের পরামর্শ দেওয়া হয়।”

এক অভিভাবক বলেন, আমার মেয়ের একটু মানসিক সমস্যা আছে। আগে খুব অল্পতে উত্তেজিত হয়ে যেত, রাগারাগি করত। কিন্তু এখানে দেওয়ার পর অনেকটাই ঠিক হয়ে গেছে।

বিদ্যালয়টি স্থাপনের সময় বিদ্যালয়ের নামে জমি দান করা ছাড়াও একাডেমিক ভবন করে দিয়েছেন ঐ স্থানীয় এক সাংবাদিক।

বিদ্যালয়টি শুরুর সময় শিক্ষার্থী সংখ্যা ১৫ জন হলেও বর্তমানে প্রায় তিন শতাধিক অটিষ্টিক ও প্রতিবন্ধী শিশু এখানে একাডেমিক শিক্ষার পাশাপাশি হাতে কলমে কারিগরি শিক্ষা লাভ করছে।