মাশরাফিকে নিয়ে ঢাবি শিক্ষার্থীর লেখা ও সুরে গান


ঢাকা | Published: 2019-06-01 23:09:40 BdST | Updated: 2024-05-08 23:29:45 BdST

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাসহ দলের খেলোয়াড়েরা ইংল্যান্ডে ব্যস্ত বিশ্বকাপ ক্রিকেট নিয়ে। এরই মধ্যে মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে একটি গান ইউটিউবে ছাড়া হয়েছে। সম্প্রতি ‘দাদাবাংলা ডট কম’–এর অফিশিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে গানটির মিউজিক ভিডিও ছাড়া হয়।

গানে বিরামহীন সংগ্রাম করে ঘুরে দাঁড়ানো আত্মপ্রত্যয় ও আত্মশক্তিতে ভরপুর মাশরাফির দেশের প্রতি দায়িত্ববোধের কথা তুলে ধরা হয়েছে।

‘তিন বছর ধরে পরম মমতায় লিরিকটিকে আগলে রেখেছি। না, আমার একার মমতা নয়। বাংলার আবালবৃদ্ধবনিতা সর্বস্তরের মানুষের মমতা মিশে আছে এই গানে। মাশরাফির প্রতি আমাদের ভালোবাসার যে যৌক্তিক চিত্র, তা যেমন তুলে ধরতে চেয়েছি; একই সঙ্গে ভালোবাসাসিক্ত এই মানুষটির দেশপ্রেম এবং মানবপ্রেমের চিত্রটাও ধরতে চেয়েছি শব্দে-কথামালায়। অবশেষে গানটি মানুষের কাছে তুলে দিলাম সসংকোচে।’ কথাগুলো বলছিলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে সদ্য প্রকাশিত গানের গীতিকার ও সুরকার কবীর হোসাইন।

কবীর হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের ২০১০-১১ সেশনের শিক্ষার্থী।

সম্প্রতি ‘দাদাবাংলা ডট কম’–এর অফিশিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে গানটির মিউজিক ভিডিও ছাড়া হয়। ইতিমধ্যেই দর্শক-শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করেছে গানটি। গানের হৃদয়গ্রাহী বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দৃশ্যের পরতে পরতে রয়েছে প্রিয় অধিনায়কের প্রতি বাঙালির তীব্র ভালোবাসা, বিমুগ্ধ শ্রদ্ধা। রয়েছে নিজের সঙ্গে নিজে বিরামহীন সংগ্রাম করে ঘুরে দাঁড়ানোর আত্মপ্রত্যয় ও আত্মশক্তিতে ভরপুর মাশরাফির দেশের প্রতি দায়িত্ববোধের কথা।

গানটিতে কণ্ঠ দিয়েছেন সোহাগ রহমত। মিউজিক ভিডিও পরিচালনায় ছিলেন শারমিন জাহান অর্পি।

সুর: কবীর হোসাইন
কণ্ঠ: সোহাগ রহমত
সংগীতায়োজন: কাব্য এন জে
চিত্রগ্রহণ: শুভ হাসান
সম্পাদনা ও রং বিন্যাস: ইহতিশাম আহমদ টিংকু
প্রযোজনা: আমির শাকির
সার্বিক তত্ত্বাবধানে: শাহাদাত রাসেল
ডিজিটাল পার্টনার: দাদাবাংলা ডট কম।