পাকিস্তান সফরের জন্য প্রস্তুত বাংলাদেশ ক্রিকেট দল: কোচ সালাউদ্দিন


ক্রীড়া প্রতিবেদক | Published: 2025-05-11 20:48:13 BdST | Updated: 2025-05-29 08:45:16 BdST

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী চলতি মাসেই পাকিস্তানে ওয়ানডে সিরিজ খেলতে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দুই দেশের বোর্ড সম্মত হয়েছে ফরম্যাট বদলাতে। তাই ওয়ানডের বদলে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসেই পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ।

সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে এই সিরিজ নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় ফের আশাবাদী হয়ে উঠেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজ্ঞাপন

এই সিরিজ ঘিরে প্রস্তুতির বিষয়ে আশাবাদ জানালেন বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আজ রোববার গণমাধ্যমকে তিনি বলেন, ‘সিরিজ হবে কি না, সেটা বোর্ডের সিদ্ধান্ত। দুই দেশের বোর্ডই এটা নিয়ে সিদ্ধান্ত নেবে। তবে আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি। সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপ—এই লক্ষ্য মাথায় রেখেই অনুশীলন চলছে।

সালাউদ্দিন আরও জানান, সাম্প্রতিক সময়ে খেলোয়াড়দের স্কিল উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তার ভাষায়, ‘টানা সিরিজের কারণে সাধারণত সময় পাওয়া যায় না স্কিল উন্নত করার। এবার কিছুটা সময় মিলেছে। সে অনুযায়ী ট্রেনিং সেশন রাখা হয়েছে। পাশাপাশি খেলোয়াড়দের ফিটনেস নিয়েও আলাদা করে কাজ করছি।’

টি-টোয়েন্টিতে প্রয়োজনীয় শট খেলতে গিয়ে সমস্যা হয় অনেক সময়, স্বীকার করেছেন কোচ। তিনি বলেন, ‘আমাদের কিছু শট দরকার হয় টি-টোয়েন্টিতে, যেগুলো সবসময় ম্যাচে প্রয়োগ করতে পারি না। কারণ অনুশীলনের সুযোগ কম থাকে। এখন যেহেতু সময় পাওয়া যাচ্ছে, তাই উইকেট উপযোগী শট খেলার দিকেও জোর দেওয়া হচ্ছে।’

সব মিলিয়ে পরিস্থিতি স্বাভাবিক থাকলে চলতি মাসেই পাকিস্তানে গিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এখন চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি।

বিজ্ঞাপন