আজকের খেলা


ডেস্ক রিপোর্ট | Published: 2025-05-12 09:41:47 BdST | Updated: 2025-05-29 07:38:38 BdST

গতকাল রোববার বার্সেলোনা-রেয়াল মাদ্রিদ মহারণে শেষ হাসি হেসেছে বার্সা। শুরুতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে জিতেছে হানসি ফ্লিকের দল। এতে লা লিগার শিরোপা জেতার খুব কাছাকাছি চলে গেছে কাতালান ক্লাবটি।

ইংলিশ প্রিমিয়ার লিগেও গতকাল বেশ কয়েকটি হাইভোল্টেজ ম্যাচ ছিল। আজ ইউরোপিয়ান ফুটবলে তেমন কোনো ইভেন্ট নেই। ওদিকে ভারত-পাকিস্তান সংঘর্ষে আইপিএল-পিএসএল স্থগিত হওয়ায় ক্রিকেটেও তেমন কোনো বড় ম্যাচ নেই।

বিজ্ঞাপন

তবে সৌদি প্রো লিগে আজ দুটি ম্যাচ আছে। লিগের পয়েন্ট তালিকার দ্বিতীয় শীর্ষ দল আল হিলালের মাঠে আতিথ্য নেবে আল ওরোবাহ। আর আল আখদুদের বিপক্ষে মাঠে নামবে আল নাসরের। এই মুহূর্তে পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে আছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। আজ জিতলে তৃতীয় স্থানে উঠে যাবে নাসর।

আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।

ফুটবল
সৌদি প্রো লিগ
আল হিলাল–আল ওরোবাহ
রাত ১০টা, সনি স্পোর্টস টেন ২ ও স্পোর্টজেডএক্স অ্যাপ

আল আখদুদ–আল নাসর
রাত ১২টা, সনি স্পোর্টস টেন ২ ও স্পোর্টজেডএক্স অ্যাপ

বিজ্ঞাপন

টেনিস
ইতালিয়ান ওপেন
বিকেল ৩টা, সনি স্পোর্টস টেন ৫