মাঠে ফিরছে আইপিএল, নতুন তারিখ ঘোষণা


ডেস্ক নিউজ | Published: 2025-05-13 12:34:31 BdST | Updated: 2025-05-28 19:59:26 BdST

ভারত-পাকিস্তানে সংঘর্ষে স্থগিত হওয়া আইপিএল পুনরায় শুরু হওয়ার দিনক্ষণ জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। আগামী ১৭ মে (শনিবার) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ দিয়ে আবারও মাঠে গড়াবে ফ্র্যাঞ্চাইজি এ লিগ। গতকাল সোমবার রাতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিসিআই।

এর আগে গত ৮ মে ধর্মশালায় দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের ম্যাচ মাঝপথে থামিয়ে দেওয়া হয়। সেদিন জম্মুসহ সীমান্তবর্তী বেশ কয়েকটি অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছিল পাকিস্তান।

বিজ্ঞাপন

নিরাপত্তা শঙ্কায় পাঞ্জাব ইনিংসের ১০ ওভার পেরোতেই একে একে স্টেডিয়ামের সব ফ্লাডলাইটের আলো নিভিয়ে দেওয়া হয়। খেলোয়াড় ও আম্পায়ারদের তড়িঘড়ি করে মাঠের বাইরে নেওয়া হয়। আর দর্শকদের মাঠ ছাড়ার অনুরোধ করেন আইপিএল চেয়ারম্যান।

পরের দিন (৯ মে) শুরুতে খবর বের হয়েছিল, অনির্দিষ্টকালের জন্য স্থগিত হতে যাচ্ছে আইপিএল। পরে বিসিসিআই নিশ্চিত করে, এক সপ্তাহের জন্য স্থগিত হয়েছে আইপিএল। এরপরও টুর্নামেন্টে বাকি থাকা ১৬টি ম্যাচ নিয়ে শঙ্কা কাটছিল না।

তবে গত শনিবার দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় শঙ্কার মেঘ কাটতে থাকে। দ্রুত আইপিএল শুরু করতে তোড়জোড় চালায় বিসিসিআই। সবকিছু ঠিক করে গতকাল বিবৃতিতে আনুষ্ঠানিকভাবেই দিনক্ষণ জানিয়ে দেয় ভারতীয় বোর্ড।

টুর্নামেন্টে ১৬টি ম্যাচ বাকি থাকলেও মাঝপথে বন্ধ হওয়া পাঞ্জাব-দিল্লি ম্যাচটি আবারও অনুষ্ঠিত হবে। সে হিসেবে এখন ১৭টি ম্যাচ বাকি (গ্রুপপর্বে ১৩ ম্যাচ, প্লে-অফে ৪ ম্যাচ)। আর এ ম্যাচগুলো হবে ৬টি ভেন্যুতে-বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লক্ষ্মৌ, মুম্বাই ও আহমেদাবাদ।

বিজ্ঞাপন

ভেন্যুর এই বদল বোঝাচ্ছে, চেন্নাই, পাঞ্জাব ও হায়দরাবাদ তাদের নিজস্ব ভেন্যুতে এবার আর খেলার সুযোগ পাবে না। চেন্নাই আর হায়দরাবাদ প্লে-অফের দৌঁড় থেকে বাদ, পাঞ্জাবের জন্যই ধাক্কাটা বড়। প্লে-অফের আগে তাদের ‘হোম’ ম্যাচ বাকি আছে দুটি, যেগুলো এখন নিরপেক্ষ ভেন্যুতে খেলতে হবে তাদের।

প্লে-অফের কোন ম্যাচ কোন ভেন্যুতে হবে, সেটা এখনও নির্ধারিত না হলেও সময়সূচি জানিয়ে দিয়েছে বিসিসিআই। ২৯ মে প্রথম কোয়ালিফায়ার, ৩০ মে এলিমিনেটর, দ্বিতীয় কোয়ালিফায়ার হবে ১ জন। মাঝে একদিন বিরতি দিয়ে শিরোপানির্ধারণী ম্যাচটি মাঠে গড়াবে ৩ জুন।