এমবাপ্পেকে মাঠে 'গড়াগড়ি' দেওয়া শিখিয়েছেন নেইমার!


টাইমস ডেস্ক | Published: 2018-07-07 19:02:35 BdST | Updated: 2024-05-07 23:51:02 BdST

রাশিয়া বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে ফ্রান্স জয় পেলেও দেশটির তারকা ফরোয়ার্ড এমবাপ্পেকে নিয়ে সমালোচনা চলছে। আর তার কারণ মাঠে গড়াগড়ি দেওয়া।

চলতি বিশ্বকাপে এমন কর্মকাণ্ডের জন্য এর আগে সমালোচনার মুখে পড়তে হয়েছে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে। এবার সেই তালিকায় যোগ দিলেন এমবাপ্পে। বলতে গেলে অভিনয়ে তিনি নেইমারকেও ছাড়িয়ে গেছেন। আর এই অভিনয় নাকি তিনি শিখেছেন তারই সতীর্থ নেইমারের কাছ থেকে!

দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটের মাথায় দুই গোলে এগিয়ে যায় উরুগুয়ে। এরপর এক নাটকই দেখেছে ফুটবল বিশ্ব। উরুগুয়ের ফুটবলার ক্রিশ্চিয়ান রদ্রিগুয়েজ তাকে সেভাবে স্পর্শ না করলেও এমবাপ্পে মাঠে গড়াগড়ি খেয়েছেন। যা দেখে সবারই দৃষ্টিকটু লাগার কথা। এর আগে অল্প আঘাতে নেইমারকে গড়াগড়ি দিতে দেখেছে ফুটবল বিশ্ব। কিন্তু এমবাপ্পে যেন সেটিকে ছাড়িয়ে যেতে চাইলেন, এ কারণে রেফারিও তাকে একটি হদুল কার্ড দেখিয়ে দিলেন। তবে এমবাপ্পের সেই অভিনয়ের রেশ এখনও রয়ে গেছে। আর সেটা গণমাধ্যম থেকে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম। সব জায়গায় এমবাপ্পেকে নিয়ে চলছে সমালোচনা। যেখানে দাবি করা হচ্ছে, এই অভিনয় ফরাসি তারকা শিখেছেন নেইমারের কাছ থেকে! তাদের যুক্তি, নেইমার ও এমবাপ্পে দু'জনেই ফরাসি ক্লাব পিএসজিতে খেলেন। মজা করে তাই নেটিজেনদের দাবি, সতীর্থের কাছ থেকে এমন গড়াগড়ি খাওয়ার কৌশলটাও রপ্ত করেছেন এমবাপ্পে!

এসএম/ ০৭ জুলাই ২০১৮