রাজশাহীর জনসভা সফল করতে রাবি ছাত্রলীগকে নির্দেশ সাদ্দামের


RU Correspondent | Published: 2023-01-25 08:02:56 BdST | Updated: 2024-12-10 23:23:53 BdST

আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক জনসভা সফল করতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে অগ্রণী ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় সফল করতে ছাত্রলীগকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক জনসভা সফল করতে রাবি ক্যাম্পাসে প্রচার মিছিলে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

সভাপতি আরো বলেন, এই বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধের চেতনার অন্যতম প্রাণকেন্দ্র। ছাত্রলীগের অনেক নেতাকর্মী তাদের জীবন বলিদান দিয়ে স্বাধীনতা বিরোধী ও মৌলবাদী শক্তির বিরুদ্ধে এখানে সংগ্রাম করেছেন।

তিনি বলেন, ছাত্রলীগের অনেক ত্যাগ ও সংগ্রামের ইতিহাসের সাক্ষী রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। তাই আগামীতেও সকল অপশক্তিকে রুখে দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যেতে হবে। সেজন্য ছাত্রলীগের সকল নেতাকর্মীকে স্মার্ট, বিনয়ী ও যোগ্য নেতৃত্বগুণে বলীয়ান হতে হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ও বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া।

এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাকিব হাসান, সাবেক উপ-দপ্তর সম্পাদক শিমুল ও সাবেক গণশিক্ষা সম্পাদক আব্দুল্লাহ হীল বারী, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি মেসবাহুল ইসলাম ও কাজী আমিনুল হক লিংকন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম সরকার (ডন), সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান মিশু, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব, উপধর্ম বিষয়ক সম্পাদক তওহীদুল ইসলাম দুর্জয়সহ বিভিন্ন হলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।