রাজাকারের সঙ্গে আমাদের কোনো আপোষ নেই: ইবি ছাত্রলীগ সভাপতি


IU Correspondent | Published: 2024-07-15 16:28:59 BdST | Updated: 2024-09-08 05:30:45 BdST

কোটা পদ্ধতি নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়ে কোটা আন্দোলনকারীদের মিছিলের প্রতিবাদে পাল্টা বিক্ষোভ মিছিল ও ছাত্রসমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ।

সোমবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টায় সংগঠনটির দলীয় টেন্ট থেকে মিছিল শুরু হয়। মিছিলটি ক্যম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়া বাজার ঘুরে একই স্থানে এসে ছাত্র সমাবেশে মিলিত হয়।

শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির বিভিন্ন স্তরের প্রায় দুই শতাধিক নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিলে ‘স্বাধীন এই বাংলায়, রাজাকারের ঠাঁই নাই’, ‘তুমি কে আমি কে, বাঙালি বাঙালি’, ‘রাজাকারের চামড়া তুলে নিব আমরা’, ‘আমার সোনার বাংলায়, রাজাকারের ঠাঁই নাই’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, যারা রাজাকারের নাম উল্লেখ করে স্লোগান দেয় তারা স্বাধীনতা বিরোধী শক্তি। বিশ্ববিদ্যালয়ের মাটিতে আর একবারের জন্য যদি এমন স্লোগান দেয় স্বাধীনতার স্বপক্ষের শক্তি ছাত্রলীগ তা সমূলে উৎপাটন করবে।

ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, যারা রাজাকারের নাম উল্লেখ করে স্লোগান দেয় আমরা তাদের ঘৃণাভরে প্রত্যাখান করছি। রাজাকারের সঙ্গে আমাদের কোনো আপোষ নেই। রাজাকার হয়ে এদেশে কেউ থাকতে পারবেন না। স্বাাধীনতা বিরোধী শক্তি সাধারণ শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে দেশে অরাজকতার সৃষ্টি করছে। ছাত্রলীগ এই অপশক্তিকে প্রতিহত করবে।