
রাজধানীর মিরপুরের সরকারি বাঙলা কলেজে ছাত্রলীগ নেতাদের অভ্যন্তরীণ কোন্দল ও পূর্ব শত্রুতার জেরে একজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আহত ওই ব্যক্তির নাম এইচ এম সাদ্দাম হোসেন। তিনি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
সোমবার (২২ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
ভোক্তভোগী সাদ্দাম হোসেন অভিযোগ করেন, কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মানিক চৌধুরীর নির্দেশে তার উপর হামলা করা হয়েছে।
তিনি বলেন, মারধর ও কুপিয়ে জখম করার ঘটনায় সরাসরি অংশ নেয় সোহাগ খান ও রাসেল। তারাও ছাত্রলীগ কর্মী। ঘটনার পর আমি রাজধানীর দারুসসালাম থানায় লিখিত অভিযোগ দিয়েছি। অতর্কিত হামলায় আমি মাথায় আঘাত পেয়েছি। ৭টি সেলাই লেগেছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।
কলেজ সূত্রে জানা গেছে, অভিযুক্ত মানিক চৌধুরী কলেজের ২০১০-২০১১ শিক্ষাবর্ষের স্নাতক (পাস) ডিগ্রির এবং রাসেল ও সোহাগ হিসাববিজ্ঞান বিভাগের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের ছাত্র।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মানিক চৌধুরী৷ তিনি বলেন, ঘটনার বিষয়ে আমি কিছুই জানি না। এর সঙ্গে আমার কোন সম্পৃক্ততা নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘটনার সঙ্গে আমার নাম জড়ানো হচ্ছে।
এ বিষয়ে জানতে সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেনকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ডিএমপির দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, বাদী থানায় আসলে বিস্তারিত বলতে পারব।