সাংবাদিক নির্যাতনের ঘটনায় ঢাকা কলেজ ছাত্রলীগের ৬ কর্মীকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ঢাকা কলেজ ছাত্রলীগের ৬ কর্মীকে বহিষ্কার করা হলো।
বহিষ্কৃতরা হলো- রাউফুর রহমান সোহেল, এ বি এম আলামিন, সজিব আহসান, আবরার হোসাইন সাগর কর্মী, সৈয়দ আব্দুল্লাহ শুভ ও ফাহমিদ হাসান পলাশ। তারা সবাই বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা কলেজ শাখার কর্মী ছিলেন।
উল্লেখ্য, ঢাকা কলেজ সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক ওবায়দুর সাঈদ এর ওপর অমানবিক নির্যাতনের অভিযোগ ওঠে ওই ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে।
আবাসিক হলে থাকা এ শিক্ষার্থীকে রাতভর আটক করে দফায় দফায় নির্যাতন চালানোর খবর পেয়ে ১৮ ঘণ্টা পর পরিবারের সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যায়। প্রায় ৩৬ ঘণ্টারও বেশি সময় ধরে ওবায়েদের ফোন ছাত্রলীগ ও ক্যাম্পাস প্রশাসনের কাছে জব্দ ছিল।
বৃহস্পতিবার রাত বারোটার পর ফরহাদ হোসেন হলের ছাত্রলীগ নেতা রাউফুর রহমান সোহেল সাঈদের বুকে লাথি মারে, এলোপাতাড়ি মুখে কানে চড়-থাপ্পড় মারে। এরপর সোহেল ওই সাংবাদিকের গলায় পা রেখে ফোনের লক খুলতে বাধ্য করে। সংবাদকর্মী ও সাংবাদিক সমিতির গ্রুপের কথোপকথন স্ক্রিন ভিডিও করে নেয়।