বিএনপির ডাকা অবরোধের সমর্থনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গেটে তালা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল। এ সময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে গণবিরোধী দাবি করে নানা স্লোগান দেন নেতাকর্মীরা।
রোববার (২৬ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ গেটে (ব্যাংক গেট) তালা দেওয়ার এ ঘটনা ঘটে।
এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি আবিদ কালাম রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাছিবুল হক চৌধুরী, রবিউল আওয়াল, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক রিয়াজুল আরেফিন, শেরপুর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ সোহেল তানভীরসহ উপস্থিত ছিলেন আরও অনেক নেতাকর্মী।
এর আগে গত ২ নভেম্বর বিএনপির ডাকা অবরোধের সমর্থনে বিশ্ববিদ্যালয়ের ৩টি গেটে তালা দেয় ছাত্রদল। সে সময় প্রতিটি গেটে ‘সর্বাত্মক অবরোধ’ লেখা সম্বলিত একটি করে ব্যানার ঝুলিয়ে দেয় তারা।