কাজী নজরুল বিশ্ববিদ্যালয়

বিলুপ্তির ৬ মাসেও হয়নি ছাত্রলীগের কমিটি


Desk report | Published: 2024-01-05 11:14:29 BdST | Updated: 2024-05-18 10:40:10 BdST

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তির ৬ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ঘোষণা হয়নি নতুন কমিটি। গত ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত কর্মীসভায় কেন্দ্রীয় নেতারা দ্রুত কমিটি দেওয়ার আশ্বাস দিলেও বাস্তবে তার প্রতিফলন ঘটেনি। ফলে পদ না পেয়ে আগ্রহ হারাতে বসেছেন পদপ্রত্যাশী নেতাকর্মীরা।

বুধবার (৪ জানুয়ারি) বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুধুমাত্র কেক কেটেই দিনটি উদযাপন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। যদিও আগের প্রতিষ্ঠাবার্ষিকীগুলোতে শাখা ছাত্রলীগ নেতাকর্মীদের উচ্ছ্বাস ও দিনব্যাপী নানা কর্মসূচি থাকতো। এবার ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কোনো কর্মসূচি পালন করতে দেখা যায়নি।

এর আগে ২০১৭ সালের ৭ মে এক বিজ্ঞপ্তিতে নজরুল ইসলাম বাবুকে সভাপতি ও রাকিবুল হাসান রাকিবকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। তার প্রায় অর্ধযুগ পর ২০২৩ সালের ৪ জুলাই ওই কমিটির বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে জীবন বৃত্তান্ত আহ্বান করা হয়।

একই বছরের ২৭ সেপ্টেম্বর কর্মীসভায় কেন্দ্রীয় নেতারা দ্রুত কমিটি দেয়ার আশ্বাস দিলেও এখন পর্যন্ত নতুন কমিটি পায়নি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। ফলে সাংগঠনিক কার্যক্রমেও এক প্রকার স্থবিরতা দেখা যাচ্ছে। যদিও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ছাত্রলীগের অনেক নেতাকর্মী ক্যাম্পাসে নেই। তাই ছোটো পরিসরে এবারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

তবে নেতাকর্মীরা মনে করেন, দীর্ঘদিন নেতৃত্বশূন্য ছাত্রলীগের এই ইউনিটটিতে শিগগিরই কমিটি দেয়া উচিত। নতুন নেতৃত্ব পেলে ক্যাম্পাসে সাংগঠনিক কার্যক্রমসহ সকল ক্ষেত্রে কাজের গতি বাড়বে।