বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল আয়োজন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় চবি ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ নকিব হোসাইন চৌধুরীর সভাপতিত্বে জিরো পয়েন্ট জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সভাপতি নিউটন দত্ত, মুহাম্মদ সোহেল, মুহাম্মদ হিসাম উদ্দিন, ওহিদুর রহমান, শেখ সুজাত, আকাশ, স্বপন, রাকিব, মেহেদী হাসান, ফরহাদ হোসেন সুমন, আনাস মাহাদি, জামাল উদ্দিন, জুনাইদ খান রাহাতসহ বিভিন্ন হল ও ফ্যাকাল্টির নেতৃবৃন্দ।