
সফিকুল ইসলাম, পবিপ্রবি সংবাদদাতা:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও গনহত্যার দাবিতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
শুক্রবার(১৪ ফেব্রুয়ারী) বেলা দুইটার সময় জুমার নামাজ শেষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে উক্ত মিছিল শুরু হয়। মিছিল টি পুরো ক্যাম্পাসের সড়ক প্রদক্ষিণ শেষে মুক্ত বাংলায় এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় শিক্ষার্থীরা- "আওয়ামী লীগের আস্তানা,
ভেঙে দাও গুড়িয়ে দাও " "ফ্যাসিবাদের আস্তানা,
ভেঙে দাও গুড়িয়ে দাও " "দিল্লিবাদের আগ্রাসন
ভেঙে দাও গুড়িয়ে দাও " "দিল্লি না ঢাকা,
ঢাকা ঢাকা" "ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই " "সন্ত্রাসীদের কালো হাত
ভেঙে দাও গুড়িয়ে দাও " "আমার সোনার বাংলায়
ফ্যাসিবাদের ঠাই নাই " " মুজিববাদের রাজনীতি
এই বাংলাই চলবে না " স্লোগান দিতে থাকে।
উক্ত বিক্ষোভ সমাবেশে আইন ও ভূমি প্রশাসন অনুষদের শিক্ষার্থী নুরুন্নবী সোহানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের রেদওয়ান হোসেন,মাৎস্যবিজ্ঞান অনুষদের হাসান আল বান্নাহ ও সোহেল রানা জনি এবং পুষ্টিবিজ্ঞান অনুষদের জান্নাতীন নাইম জীবন।
এ সময় মাৎস্যবিজ্ঞান অনুষদের সোহেল রানা জনি বলেন,"ফ্যাসিস্টের পতনের ছয়মাস অতিবাহিত হওয়ার পর ও কোনোভাবে আওয়ামী রাজনীতি চলতে পারেনা এবং একইসাথে তিনি পবিপ্রবি প্রশাসনকে হুশিয়ারি করেন ফ্যাসিবাদ পূনর্বাসনের জন্য"।
এ সময় পুষ্টিবিজ্ঞান অনুষদের জান্নাতীন নাইম জীবন বলেন,'ছাত্রলীগের মতো তার পিতৃ সংগঠন আওয়ামী লীগকে ও নিষিদ্ধ করতে হবে '।
________