রাবি শাখা বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি মনির, সম্পাদক রঞ্জু


রাশেদুল ইসলাম রাজন | Published: 2017-11-28 04:28:23 BdST | Updated: 2024-05-20 22:50:13 BdST

‘শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধ কর, বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক সংস্কৃতি বিনির্মানে রাকুস নির্বাচন নিশ্চিত কর’- এই স্লোগানকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার বিপ্লবী ছাত্রমৈত্রীর দশম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। দুই দিন ব্যাপী কাউন্সিলের শেষ দিন সোমবার (২৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে এক অধিবেশনের মাধ্যমে বিপ্লবী ছাত্রমৈত্রীর ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়। অধিবেশনে ফিদেল মনিরকে সভাপতি ও রঞ্জু হাসান সাধারণ সম্পাদক করে এ কমিটির অনুমোদন দেয়া হয়।

কমিটির অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি-দেলোয়ার হোসেন সবুজ ও মাওলা নূর, সহ: সাধারণ সম্পাদক রশীদ রফিক, সাংগঠনিক সম্পাদক পৌল টুডু, অর্থ সম্পাদক-আব্দুর রাজ্জাক, প্রচার সম্পাদক-আনু মোহাম্মদ, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক-অপরেশ পাল, দপ্তর সম্পাদক-বিকাশ রায়।

সমাবেশে উদ্বোধক ফয়সাল ফারুক অভীক বলেন, “শিক্ষাঙ্গনে সন্ত্রাস, প্রশ্নপত্র ফাঁস, পবিশ্ববিদ্যালয়ের সায়াত্ত্বশাসন খর্ব করে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দোড়গোড়ায় আনা হয়েছে।” তিনি প্রধানমন্ত্রীর শিক্ষা সম্পর্কিত আলোচনাকে খুচরা আলোচনা বলে সংসদে মন্তব্য করায় এর তীব্র নিন্দা জানান।

তিনি অভিমত প্রকাশ করেন যে, “ অবশ্যই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে একমুখী করতে হবে শিক্ষাকে নিয়ে যে সকল অপচক্রান্ত চলছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের সায়ত্বশাসন রক্ষায় অবশ্যই ছাত্র সংসদ নির্বাচন নিশ্চিত করতে হবে”
সভাপতির দায়িত্ব নিয়ে ফিদেল মনির বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে নতুন নেতৃত্বের কোন বিকল্প নেই। এজন্য নেতৃত্ব সৃষ্টি করতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রসংসদ নির্বাচন দেওয়া জরুরি।

আইএইচ/ ২৭ নভেম্বর ২০১৭