কখনো অন্যায়ের কাছে মাথা নত করবো না: শাবিপ্রবি উপাচার্য


Desk report | Published: 2022-02-15 03:12:31 BdST | Updated: 2024-03-29 16:22:19 BdST

অন্যায়ের কাছে কখনো মাথা নত করবেন না বলে মন্তব্য করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের ৩১তম প্রতিবার্ষিকী উদযাপনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় উপাচার্য বলেন, ‘কখনো অন্যায়ের কাছে মাথা নত করিনি, এখনো করছি না, ভবিষ্যতেও করবো না। সত্য এবং ন্যায়ের পথে থাকবো। আজ সত্য এবং ন্যায়ের বিজয় হয়েছে। সত্য এবং ন্যায় টিকে আছে। মিথ্যা পরাভূত হয়েছে।’

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘শিক্ষার্থীরা আমাদের সন্তানতুল্য। তারা ভুল করতেই পারে। শিক্ষকরা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তাদের যাতে কোনো ক্ষতি না হয়, ঝুঁকিতে পড়তে হয়—এমন কাজ শিক্ষকরা করবেন না। সন্তানের পাশে সবসময় বাবা-মা থাকবে। অভিভাবক হিসেবে থাকবে। তাদের সব সমস্যা সমাধানের চেষ্টা করবো।’

এসময় বিশ্ববিদ্যালয়কে শতভাগ দুর্নীতিমুক্ত ঘোষণা করে গত কয়েকদিন আগের অনাকাঙ্ক্ষিত বিষয় ভুলে সবাইকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। সেই সঙ্গে শিক্ষার্থীদের সুবিধার্থে জরুরি সিন্ডিকেট সভায় হল খুলে দেওয়ার সিদ্ধান্তসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্তের কথা জানান তিনি।

এর আগে সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর সামনে থেকে উপাচার্যের নেতৃত্বে ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোলচত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। পরে আমন্ত্রিত অতিথিদের নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

 

//