শাবি শিক্ষক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা


Desk report | Published: 2024-01-03 20:45:21 BdST | Updated: 2024-04-27 13:59:56 BdST

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শিক্ষক সমিতির কার্যকরী সংসদের নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশনার অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুনশী নাসের ইবনে আফজাল।

মঙ্গলবার (২ জানুয়ারি) এ বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার। তিনি বলেন, আগামী ১৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনার সূত্রে জানা যায়, আগামী ৩ জানুয়ারি বিকেল ৪টার মধ্যে ভোটার তালিকার খসড়া প্রকাশ ও ৮ জানুয়ারি খসড়া সংশোধন করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ৯ জানুয়ারি বিকেল ৪টার মধ্যে।

এবারের শিক্ষক সমিতির নির্বাচনে ১০ জানুয়ারি বিকেল ৩টার মধ্যে মনোনয়নপত্র দাখিল এবং ওইদিন বিকেল ৪টার মধ্যে মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১১ জানুয়ারি দুপুর ২টায়। প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৪ জানুয়ারি দুপুর ১২টার মধ্যে এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ওইদিন বিকেল ৪টায়।