ভর্তিচ্ছুদের ছয় সেবা দেবে শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ


SUST Correspondent | Published: 2023-05-20 15:04:57 BdST | Updated: 2024-09-16 11:57:58 BdST

গুচ্ছ পদ্ধতিতে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শনিবার (২০ মে)। এ দিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আসা ভর্তিচ্ছুদের ছয় ধরনের সেবা দেবে শাখা ছাত্রলীগ।

শুক্রবার (১৯ মে) সন্ধ্যায় শাখা ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক মো. খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় প্রতি বারের ন্যায় এবারও ভর্তিচ্ছুদের সহায়তায় পাশে থাকবে শাবিপ্রবি ছাত্রলীগের নেতাকর্মীরা। সুপেয় পানি সরবরাহ, কলম প্রদান, সিট খুঁজে বের করে দেওয়া, মাস্ক বিতরণ, জয় বাংলা বাইক সার্ভিস ও অভিভাবকদের বসার জায়গা করে দেওয়া হবে।

খলিলুর আরও বলেন, শাবিপ্রবি ছাত্রলীগের নেতাকর্মীরা সবসময় এ ধরনের কাজে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করে। শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় এগিয়ে আসতে ছাত্রলীগকর্মীকে এরই মধ্যে নির্দেশনা দেওয়া আছে।

শনিবার দেশের বিভিন্ন কেন্দ্রে একযোগে গুচ্ছের ‘বি’ ইউনিটের, ২৭ মে ‘সি’ ইউনিটের এবং ৩ জুন ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।