শাবির ক্যাম্পাস হবে মাদক ও র‌্যাগিং মুক্ত


Desk report | Published: 2022-03-18 07:45:54 BdST | Updated: 2024-05-01 01:02:30 BdST

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাদক ও র‌্যাগিং মুক্ত হবে বলে মন্তব্য করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের র‌্যাগিংয়ের মাধ্যমে তাদের জীবনকে দুর্বিষহ করে তোলে। অনেক সময় তারা এসব সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। আমাদের বিশ্ববিদ্যালয়ে গত চার বছর যাবত র‌্যাগিং মুক্ত একটি ক্যাম্পাস। আমরা আশা করব এটা ভবিষ্যতেও বজায় থাকবে।

উপাচার্য বলেন, আমাদের ক্যাম্পাস মাদক মুক্ত ক্যাম্পাস। আমরা এখানে শিক্ষার্থীদের ভর্তির সময় ডোপ টেস্টের মাধ্যমে ভর্তি করাই। এটা সারা দেশে এখন অনুকরণীয় একটি বিষয়। আমরা এ ধারা ভবিষ্যতেও বজায় রাখব।

এ সময় দিবসটি উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল গণির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা সমিতির সদস্য, কর্মচারী সমিতির সদস্যবৃন্দ এবং ছাত্রলীগের বিভিন্ন স্থরের নেতাকর্মীবৃন্দ।

এর আগে সকাল ৯টা ১০ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কোষাধ্যক্ষ। এরপর সকাল ৯টা ১৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য।

এরপর বাদ যোহর বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয় সেন্টারে প্রার্থনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।