শাবিপ্রবিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি


SUST Correspondent | Published: 2022-03-25 05:49:33 BdST | Updated: 2024-05-01 01:06:14 BdST

স্বাধীনতা দিবস উপলক্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবন- ‘ডি’ এর সামনে দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন।

বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভ্রাম্যমাণ বুথে স্বেচ্ছায় রক্তদান করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

এসময় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক দিলারা রহমান, লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. কামরুল ইসলাম, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. খায়রুল ইসলাম, অর্থনীতি বিভাগের অধ্যাপক প্রধান জহীর উদ্দিন আহমেদ, পলিটিক্যাল স্ট্যাডিজ বিভাগের প্রধান অধ্যাপক ড. জায়েদা শারমিন, বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. ফারাজানা সিদ্দিকা, পলিটিক্যাল স্ট্যাডিজ বিভাগের অধ্যাপক ড. জহিরুল হক শাকিল, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. শামিমা তাসনিম, পলিটিক্যাল স্ট্যাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ফাহমিদা আক্তার, লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক কানিজ ফাতেমা প্রমুখ উপস্থিত ছিলেন।