ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতের দাবি শাবিপ্রবি শিক্ষার্থীদের


SUST Correspondent | Published: 2022-08-11 08:41:43 BdST | Updated: 2024-03-28 17:55:02 BdST

ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও মুক্তমঞ্চে পর্যাপ্ত আলোকায়নের দাবি জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (১০ আগস্ট) বিকেলে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে আট শিক্ষার্থী স্বাক্ষর করা এক লিখিত বক্তব্যে এ তথ্য জানানো হয়।

এর আগে, গত ৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে মাধ্যম করে রেজিস্ট্রার বরাবর দুটি আবেদনপত্র জমা দেন শিক্ষার্থীরা।

আবেদনপত্রে তারা জানান, ক্যাম্পাসে অরক্ষিত ও তুলনামূলক অনিরাপদ জায়গাগুলোতে অপরাধ সংগঠিত হচ্ছে। বুলবুল হত্যাকাণ্ড এর সাম্প্রতিক নজির। এসময় ক্যাম্পাসে নিরাপত্তার স্বার্থে কিছু জরুরি পদক্ষেপ নেওয়ার কথাও জানান তারা। সেগুলো হলো- গার্ডের সংখ্যা দ্বিগুণ করা, গাজীকালুসহ অন্যান্য টিলাগুলোতে গার্ডের ব্যবস্থা করা, বৃষ্টি, প্রখর রোদ ইত্যাদি আবহাওয়ার কারণে যাতে গার্ডদের কোনো অসুবিধা না হয় সেজন্য আধা-দেওয়াল ও টিনশেড দিয়ে থাকার ব্যবস্থা করা, ক্যাম্পাসে যথেষ্ট আলোকায়নের ব্যবস্থা করা, সীমানাপ্রাচীর মাত্র পাঁচ ফিট হওয়ায় অনেক জায়গায় সহজেই সীমানাপ্রাচীর পার হওয়া সম্ভব, যেসব জায়গায় প্রাচীরের নিরাপত্তা কম, সেসব জায়গায় প্রয়োজনীয় সংখ্যক গার্ড মোতায়েন করা।

মুক্তমঞ্চে পর্যাপ্ত আলোকায়নের বিষয়ে শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে পর্যাপ্ত আলোর অভাব রয়েছে। সারাদিন ক্লাস-পরীক্ষা থাকায় শিক্ষার্থীরা দিনের বেলা খেলাধুলা কিংবা একত্রিত হওয়া সম্ভব হয় না। সন্ধ্যার পর মুক্তমঞ্চে পর্যাপ্ত আলো থাকলে খেলাধুলার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক উৎকর্ষ সাধন হবে। সেইসঙ্গে মুক্তমঞ্চ সংলগ্ন হ্যান্ডবল গ্রাউন্ডে অবস্থিত বৈদ্যুতিক খুঁটি নিরাপদ স্থানে প্রতিস্থাপনের দাবি জানান তারা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বলেন, শিক্ষার্থীদের পক্ষ থেকে একটা চিঠি পেয়েছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

//