নিক্ষেপণযোগ্য হাইড্রোজেন বোমা তৈরির দাবি উত্তর কোরিয়ার


বিশ্ব টাইমস | Published: 2017-09-03 17:23:01 BdST | Updated: 2025-05-26 10:57:26 BdST

উত্তর কোরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যম জানিয়েছে, তারা নিক্ষেপণযোগ্য হাইড্রোজেন বোমা তৈরি করেছে। দেশটির নেতা কিম জং উন নিউক্লিয়ার উইপন্স ইনস্টিটিউট পরিদর্শনের পর এ দাবি করা হয়। কিমের ওই ইনস্টিটিউট পরিদর্শনের একটি ছবিও ওই প্রতিবেদনে ছাপানো হয়।

কিমকে উদ্বৃত করে দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যম জানিয়েছে, দেশের অভ্যন্তরে হাইড্রোজেন বোমা তৈরির সব উপাদান তৈরি করা হয়েছে। গত জুলাইতে উত্তর কোরিয়া দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল। এই হাইড্রোজেন সেসব বোমা আন্ত:মহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলে বহন করা যাবে।

কিম বলেন, আমাদের নিজস্ব প্রচেষ্টা ও প্রযুক্তিতে আমরা দুর্দান্ত শক্তিসম্পন্ন এই অস্ত্র তৈরি করেছি। হাইড্রোজেন বোমার সব উপাদানই আমাদের নিজস্ব তৈরি।

বিজ্ঞাপন

টিআর/ ০৩ সেপ্টেম্বর ২০১৭