
বিশ্বের সেরা ৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ভারতের নাম না থাকায় এটিকে কলঙ্গ হিসেবে মন্তব্য করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার এবিষয়ে বক্তব্য রাখাকালে তিনি বলেন,‘আগামী ৫বছরের মধ্যে ভারতের সেরা ১০টি সরকারি ও আরো ১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্বমানের সমকক্ষ বানানোর জন্য ১০হাজার কোটি ব্যয় করা হবে।’
বিহারের পাটনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত একটি কার্যক্রমে অংশ নিয়ে মোদি জানান, ৫বছরের প্রজেক্টে অংশ নেওয়ার জন্য সারা দেশের সেরা ২০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রতিযোগিতা হবে। স্বাধীন জুরি বিভাগ ওই বিদ্যালয়গুলো তালিকাভুক্ত করবে। বক্তৃতার এক অংশে পাটনা বিশ্ববিদ্যালয়কেও এই প্রতিযোগিতায় ভাগ নেওয়ার আহ্বান জানান মোদি।
সম্প্রতি বিহারের উন্নয়নে বেশ এগিয়ে এসেছেন মোদি। রাস্তা-ঘাট থেকে শুরু স্কুল কলেজ পর্যন্ত সকল উন্নয়নে তার কার্যক্রম চোখে পড়ার মতো। পাটনা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে আবারো বিহারকে এগিয়ে আসার জন্য মোদি বলেন,‘২০২২ সালে আমরা আমাদের স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করবো। বিহারের উচিৎ এদেশের উন্নতির সঙ্গে তাল মিলিয়ে চলা।’ টাইমস অব ইন্ডিয়া
এমএসএল