জবির ‘সি’ ইউনিটের ৫ম মেধা তালিকা প্রকাশ বৃহস্পতিবার


টাইমস অনলাইনঃ | Published: 2017-12-21 00:06:52 BdST | Updated: 2024-06-29 04:07:18 BdST

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের পঞ্চম মেধা তালিকা বৃহস্পতিবার প্রকাশ করা হবে। পঞ্চম মনোনয়নে বিষয় বরাদ্দপ্রাপ্ত শিক্ষার্থীদের ২৪ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে শিওর ক্যাশের মাধ্যমে ভর্তি ফি জমা প্রদান করে ২৭ ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় সনদপত্র সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে।

বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আরও বলা হয়, আসন শূন্য থাকা সাপেক্ষে ১ জানুয়ারি-২০১৮ তারিখে বিকেল ৪টায় ৬ষ্ঠ মেধা তালিকা প্রকাশ করা হবে। ৬ষ্ঠ মেধা তালিকায় বিষয় বরাদ্দপ্রাপ্ত শিক্ষার্থীদের ৩ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি-২০১৮ এর মধ্যে শিওর ক্যাশের মাধ্যমে ভর্তি ফি জমা প্রদান করে ৫ জানুয়ারির মধ্যে প্রয়োজনীয় সনদপত্র সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে।


ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.jnu.ac.bd)-এ পাওয়া যাবে। এদিকে, ১ জানুয়ারি-২০১৮ তারিখ হতে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ১ম সেমিস্টারের ক্লাস শুরু হবে।

 

এমএসএল