ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিট ভর্তি পরীক্ষার ইংরেজি অংশের প্রশ্নোত্তর


মনির হোসাইন | Published: 2017-09-22 19:29:33 BdST | Updated: 2024-05-19 16:22:38 BdST

ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষায় ইংরেজি প্রশ্ন বিগত যেকোন সালের তুলনায় সহজ করা হয়েছে। ইংরেজি গ্রামারের একদম সহজ এবং প্রাথমিক নিয়ম থেকে প্রশ্ন করা হয়েছে। যা অষ্টম কিংবা ১০ম শ্রেণীর শিক্ষার্থীরাও জানার কথা। 

বর্তমান শিক্ষার্থীরা বলছেন, এরকম প্রশ্ন করলে ঢাবি আগের মত মেধাবী শিক্ষার্থী পাবেনা। 

ভর্তি পরীক্ষার্থীরা বলছেন, অনেক সুন্দর প্রশ্ন হয়েছে। এতে তাদের ইংরেজি বিষয়ে প্রশ্ন উত্তর করার সময় চিন্তা অনেকটা কম অনুভব হয়েছে।

ঢাকা ব্শ্বিবিদ্যালয় ক্যাম্পাস ও বাইরের ৭০টি কেন্দ্রে কলা অনুষদের অধীন ‘খ’ ইউনিটের ২০১৭-১৮ সেশনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রতি আসনের বিপরীতে অংশ নিয়েছেন ১৪ জন শিক্ষার্থী।

B UNIT SOLUTION :
1. Title : comeback hero
2. role : motivate players
3. knocking out : defeating
4. to fight neck to neck : to fight equally
5. do not match : fighter
6. Left _ himself : to
7. better than : everyone
8. jaws of death : metaphor
9. a comedy : funnier
10. __ love : no article, a
11. Do you : DU was founded
12. account for : explain
13. NOT abstract noun : family
14. gave in : yielded
15. energetic : sprightly
16. He is used to working hard
17. Aysha hopes : though she...
18. The museum : did not have any
19. voice: who is wanted by you
20. Mother advised me not to tell a lie
21. Assertive : I wish our cricket team could win..
22. elegant : awkward
23. origin : originate
24. 1st line: half a league, half a league
25. translation : সকলেই শান্তিকামি এবং অহিংসার নিতী পছন্দ করে

উত্তর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মনির হোসাইন

এমএসএল